কলকাতা: তাঁদের প্রেম রূপকথার মতো। দাম্পত্য জীবনেও 'কাপল গোলস' দিয়ে চলেছেন তাঁরা। এ হেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সম্পর্কও বারবার আতসকাচের নীচে এসেছে। একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। তবে প্রতিবার যাবতীয় জল্পনাকে তুড়িতে উড়িয়েছেন তাঁরা। কিন্তু এ বার কি সত্যিই সম্পর্কের তাল কাটল? সম্প্রতি তাঁদের এক ভিডিও দেখে ঘোরাফেরা করছে এমনই প্রশ্ন।
সেখানে দেখা যায়, দীপিকা গাড়ি থেকে নামছেন। তাঁর জন্য অপেক্ষা করছেন রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কি না, তা একবার ভাল ভাবে দেখে নেন দু'জনে। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তাঁরা। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। এর পর যা ঘটে, তাতেই একাধিক প্রশ্ন ওঠে অনুরাগীমহলে।
View this post on Instagram
আরও পড়ুন: অন্য নায়িকাকে নিয়ে বন্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! তবু মনীষাকে আজও ভোলেননি নানা
আরও পড়ুন: রিটেকের বন্যা, জুহির পেট ছুঁতে গিয়ে ঘেমেনেয়ে অস্থির 'রাম জানে' শাহরুখ! দেখুন সেই ভিডিও
দীপিকার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর। কিন্তু স্বামীর দিকে তাকালেনই না অভিনেত্রী। সোজা তাকিয়ে হেঁটে গেলেন তিনি। রণবীরের হাত ধরলেন না। এর পর এগিয়ে যান রণবীরও। পাপারাৎজির জন্য যদিও একসঙ্গে পোজ দেন তাঁরা।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় চর্চা। এক অনুরাগী লেখেন, 'ওদের হাবভাব একদম বদলে গিয়েছে। মনে হয়, এখানে আসার আগে ওদের ঝগড়া হয়েছে।' আবার অন্য জনের টিপ্পনি, 'দীপিকা রেগে আছে। রণবীরের হাত ধরল না।' কেউ কেউ আবার দীপিকার এমন আচরণে তাঁকে 'দাম্ভিক' বলে দাগিয়ে দিয়েছেন।
কয়েক মুহূর্তের সেই ভিডিও দেখে আপাতত এমনই চর্চা অনুরাগীমহলে। তবে এ সবে পরোয়া কবেই বা করছেন দীপিকা-রণবীর। তাঁরা বাঁচেন নিজের শর্তে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Ranveer Singh