কলকাতা: ফুডকা-র ইন্দ্রজিৎ লাহিড়িকে চেনেন না এমন লোকের সংখ্যা মনে হয় হাতে গোনা৷ বিশেষত বাঙালিদের সঙ্গে খাওয়ার একটা আলাদা সম্পর্ক আছে৷ মাছে ভাতে বাঙালির সঙ্গে খাওয়াদাওয়া জড়িয়ে রয়েছে৷ খাদ্যরসিকরা সকলেই ফুডকার পরিচয় জেনে গেছেন৷ এবার অন্যভাবে নয়া টুইস্ট নিয়ে অনুরাগীদের সামনে আসলেন ইন্দ্রজিৎ লাহিড়ি৷
সিরিয়াল ইটার ইন্দ্রজিৎ লাহিড়ি, যিনি কিনা লোকজনের সঙ্গে সিরিয়ালি ও সিরিয়াসলি গ্যাঁজাতে পারেন, তা অনেকেই হয়তো জানেন না। তাবড় থেকে সেমি তাবড় লোকজনের সঙ্গে গপ্পো টপ্পো করে একটা বাম্পার টক শো তৈরি করেছেন, যাকে এখনকার ভাষায় বলে পডকাস্ট, যেখানে অতিথিদের কাস্ট না দেখে তাদের কাস্ট করা হয়। এবং সেই পডকাস্ট এর নাম ‘এবং ইন্দ্রজিৎ’।
View this post on Instagram
আরও পড়ুন-‘আপনার ছেলে আমায় বড্ড বিরক্ত করে’, বৃদ্ধার হাত ধরে অভিযোগ আলিয়ার, ভিডিওতে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন-ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা
কেউ চায় গেমার হতে কেউ বা ইউটিউবার, কারোর আবার চাই অনেক টাকা৷ কিন্তু কী করে তা সম্ভব হবে৷ এমন নানা দিক তুলে ধরবে ‘এবং ইন্দ্রজিৎ’৷ ইতিমধ্যেই প্রথম এপিসোডে হাজির ছিলেন মীর৷ কফির কাপ হাতে রোজনামচার গল্প তুলে ধরেছেন তিনি৷ সেই ভিডিও সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ভাইরাল, দেখে নিন তার ঝলক৷
View this post on Instagram
এই পডকাস্টে খুব বেশি উচ্চাঙ্গের কথা বলে লোককে ন্যালাক্ষ্যাপা করে দেওয়ার প্রয়াস একেবারেই করা হয়নি। আবার পুরো ব্যাপারটাকে খাস্তা মুচমুচে করার জন্য বিশেষ কিছু গুঁজে দেওয়াও হয়নি।
তবে যেটুকু হয়েছে, তা হল নির্ভেজাল গল্প। সে গল্পে ওঠা আছে, পড়া আছে, হাসি তো আছেই, আর আছে এমন অনেক দিক যা এতদিন ছিল চেনা জানা ম্যাপের বাইরে। অচেনা অজানা দিকে আলো ফেলতে কেমন লাগে, তা সকলেরই জানা৷ অচেনা লোকের কমচেনা গল্প নিয়েই হল ‘এবং ইন্দ্রজিৎ’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।