Home /News /entertainment /
সিনেমা দেখতে গিয়ে সারার মুখোমুখি প্রাক্তন প্রেমিক বীর! তারপর...

সিনেমা দেখতে গিয়ে সারার মুখোমুখি প্রাক্তন প্রেমিক বীর! তারপর...

 • Share this:

  #মুম্বই: বলিউডে পা রেখেই সবার নজর কেড়েছেন সইফ-অমৃতা সিং কন্যা সারা আলি খান ৷ এমনকী, তাঁর ছবি বক্স অফিসে হিটও করেছে ৷ তবে শুধু সিনেমাতেই নয়, সারা কিন্তু প্রথম থেকেই জব্বর হিট বলিউড গুঞ্জনে ৷ এই যেমন, বলিউডে আসার আগে থেকেই সারা জমিয়ে প্রেম করছিলেন নেতা সুশীল কুমার শিন্ডের নাতি বীরের সঙ্গে ৷ বহুবার সারা ও বীরকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এদিক ওদিক ৷ এমনকী, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল সারা ও বীরের ছবি ৷

  তবে এবার ঘটনাটি উল্টো ৷ বরং পুরনো প্রেমিককে সামনে দেখে রীতিমতো এড়িয়ে গেলেন সারা ! মুখ ঘোরালেন বীরও !

  ব্যাপারটা হল, সম্প্রতি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিটি দেখতে গিয়েছিলেন সারা আলি খান ৷ সঙ্গে ছিলেন কার্তিক আরিয়ান ৷ হঠাৎই সামনে চলে আসেন সারার পুরনো প্রেমিক বীর শিন্ডে ৷ একেবারে বেকায়দায় পড়ে যান নাকি সারা ৷ তবে নিজেকে সামলে নিলেন সারা আলি খান ৷ তারপর, মুখ ঘুরিয়ে সোজা উঠে গেলেন কার্তিক আরিয়ানের গাড়িতে ৷

  First published:

  Tags: Film Screening, Sara Ali Khan, Sushil Kumar Shinde, Veer

  পরবর্তী খবর