#মুম্বই: গোটা দেশে যদি এখন দুটো খবর ঘোরা ফেরা করে, তাহল নোট বাতিল কাণ্ড, আর অন্যদিকে টুইঙ্কল খান্না ! না, টুইঙ্কল খান্নার সঙ্গে টাকা বাতিল ঘটনার সম্পর্ক নেই ৷ টাকা বাতিলের আঁচ হয়তো টুইঙ্কলের জীবনেও খুব বেশি পড়েনি ৷ কারণ, রাজনীতি থেকে অনেক দূরে থেকে তিনি তো মিসেস ফানি বোনস ! তা এই মিসেস ফানি বোনস ওরফে অক্ষয় কুমার পত্নী টুইঙ্কল খান্না হঠাৎ খবরে কেন?
ব্যাপারটা একটু খুলে বলা যাক ৷ পরিচালক করণ জোহরের টক শো কফি উইথ করণে এসে টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমার টিআরপিকে একেবারে করে ফেলেছেন মুষ্টিগত ৷ গোটা বলিউডে এই এপিসোড নিয়ে নানান কথা ৷ এপিসোডের জনপ্রিয়তাও তুঙ্গে ৷ ইতিমধ্যেই ইউটিউবে এপিসোড দেখে লাইকের সংখ্যা প্রচুর ৷ তার ওপর মঙ্গলবার মুম্বইয়ে প্রকাশ পেল টুইঙ্কল খান্নার নতুন বই ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ ৷
টুইঙ্কল খান্না নতুন বইয়ের প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর কাপুর, শাবানা আজমি, আলিয়া ভাট, করণ জোহর আর অবশ্যই অক্ষয় কুমার ! প্রকাশ অনুষ্ঠানে বই পড়েও শোনালেন শাবানা, রণবীর, আলিয়া !
বই প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একেবারে সোজাসাপটা জবাব দিয়েছেন টুইঙ্কল ৷ সাংবাদিকরা তাঁকে নারীবাদী বলায় সোজা একহাত নিয়েছেন সাংবাদিকদের ৷ টুইঙ্কলের কথায়, নারীবাদী হওয়াটা কি কোন গায়ক বা নায়কের ফ্যান হওয়া ৷ আমি সমাজের সমতার পক্ষে৷ নারীবাদী বা পুরুষবাদী বলে কিছু নেই আমার কাছে ৷
টুইঙ্কল খান্না জানিয়েছেন, দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ আমি অক্ষয়কে উপহার দিতে চাই ৷ কারণ, অক্ষয়ই হল আমার জীবনের আসল চেয়ার লিডার !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Book, Koffee With Karan, Twinkle Khanna