Home /News /entertainment /
বাবার নাম ইমরান হাসমি, মায়ের নাম সানি লিয়ন ! বিহারের ছাত্রের অ্যাডমিট কার্ড ভাইরাল

বাবার নাম ইমরান হাসমি, মায়ের নাম সানি লিয়ন ! বিহারের ছাত্রের অ্যাডমিট কার্ড ভাইরাল

আসুন, ব্যাপারটা বিশদে জানা যাক ৷ কাণ্ডটা হলো, বলিউড অভিনেতা ইমরান হাসমি সকাল সকাল একটি ট্যুইট করেছেন ৷

 • Share this:

  #মুম্বই: শিরোনাম পড়ে অবাক হচ্ছেন ৷ ভাবছেন এ আবার কেমন কাণ্ড ! ঘটনাটি হলো, শিরোনামে যা রয়েছে, তেমনই এক খবর বৃহস্পতিবার সকাল থেকেই ছড়িয় পড়েছে ইন্টারনেটে ৷ আর এ ব্যাপারে খোঁজ দিয়েছেন খোদ ইমরান হাসমিই !

  আসুন, ব্যাপারটা বিশদে জানা যাক ৷ কাণ্ডটা হলো, বলিউড অভিনেতা ইমরান হাসমি সকাল সকাল একটি ট্যুইট করেছেন ৷ যেখানে ইমরান হাসমি একটি সংবাদপত্রের লিঙ্ক দিয়েছেন ৷ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বিহারের এক ছাত্রের পরীক্ষার অ্যাডমিট কার্ডে মা-বাবার নামের জায়গায় লেখা রয়েছে সানি লিয়ন ও ইমরান হাসমির নাম ! আর সেই খবরটি ট্যুইট করে ইমরান হাসমি লিখেছেন, ‘দিব্যি খেয়ে বলছি, এই ইমরান হাসমি আর আমি এক ব্যক্তি নয় ৷ আমার এরকম কোনও সম্পর্ক নেই, ছিল না ৷ আমার এরকম কোনও ছেলেও নেই !’

  ইমরানের ট্যুইটটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা তো এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই খিল্লি শুরু করে দিয়েছে ৷ কেউ কেউ তো সংবাদমাধ্যমকে অনুরোধ করেছে, ছেলেটির সাক্ষাৎকার নিতে ৷ এমনকী, নেটিজেনরা এই ছেলেটির ছবিও প্রকাশ করতে অনুরোধ করেছে ৷

  তবে এই বিষয় নিয়ে ইমরান হাসমি মুখ খুললেও, সানি লিয়ন অবশ্য এখনও অবধি কিছু বলেননি ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর