#লন্ডন: প্রায় একমাস পরে দেখা ৷ আর দেখা হওয়া মাত্রই চোখের জলে ভেসে গেলেন বৃদ্ধ দম্পতি ৷ এতদিন পরে প্রথম দেখা হওয়ার পর দু’জনের মুখে একটাই কথা, আমরা বেঁচে আছি !
হ্যাঁ, গোটা একমাসের দিনরাত টেনশনেই কেটেছে লন্ডনের দম্পতি জর্জিয়ো ও রোজার৷ স্বামী-স্ত্রী দু’জনের ছিলেন করোনা আক্রান্ত৷ স্বামী সুস্থ হলেও, স্ত্রী এখনও সম্পুর্ণ সুস্থ নন৷ তাই অসুস্থ স্ত্রীকে একবার চোখে দেখার জন্য হাসপাতালকে অনুরোধ করেন বৃদ্ধ জর্জিয়ো৷ তারপর স্ত্রীকে সামনে দেখেই চোখের জল আর ধরে রাখতে পারলেন না ৷
অন্যদিকে, একমাস পরে স্বামীকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন ৮৫-এর রোজা৷ বলেই বসলেন, ‘আমরা বেঁচে আছি !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, London