#দুবাই: নায়িকার মৃত্যুতে রহস্যের ছোঁয়া থাকবে না? তাও আবার শ্রীদেবীর মতো স্টারের ? এ যেন হতেই পারে না ৷ বেঁচে থাকতেও রহস্যে মোড়া ছিল শ্রীদেবীর জীবন ৷ মৃত্যুতেও তাই রহস্য ৷ শনিবার গভীর রাতে যখন চাঁদের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের চাঁদনি ৷ তখন গোটা বিশ্বজুড়ে শোক ৷ আর সঙ্গে নানা প্রশ্ন? হঠাৎ করে চলে গেলেন শ্রীদেবী ! প্রায় সবারই কপালে চিন্তার ভাঁজ ৷ গুঞ্জনে রহস্য ৷
শনিবার শ্রীদেবীর মৃত্যুর পর কাপুর পরিবার জানিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷ কিন্তু তবুও, হোটেলের বাথরুম, ববি কাপুরের অনুপস্থিতি, একের পর এক রহস্য দানা বেঁধেছিল ৷ সঙ্গে তো ছিলই দুবাই পুলিশের তদন্ত, ফরেন্সিক রিপোর্ট পেতে ঢিলেমি৷ শ্রীদেবীর শবদেহ মুম্বইয়ে নিয়ে আসায় তুমুল জলঘোলা !
তবে সোমবার দুবাই পুলিশে জানিয়ে দিল শ্রীদেবীর মৃত্যু ঘিরে কোনও রহস্য নেই ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই শনিবার রাতে মৃত্য হয় বলিউডের চাঁদনি ৷ আর কিছুক্ষণের মধ্যেই দুবাই থেকে মুম্বইয়ের উদ্দ্যেশে শ্রীদেবীর শবদেহ নিয়ে রওনা দেবেন কাপুর পরিবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।