Home /News /entertainment /
কিমকে নিজের গাড়ি দেখালেন ট্রাম্প, তবে গাড়ির দামে ট্রাম্পকে টেক্কা দিলেন চিনের রাষ্ট্রনেতা

কিমকে নিজের গাড়ি দেখালেন ট্রাম্প, তবে গাড়ির দামে ট্রাম্পকে টেক্কা দিলেন চিনের রাষ্ট্রনেতা

Photo Credit: Daily Mail

Photo Credit: Daily Mail

প্রতিদ্বন্দ্বিতায় আপাতত ইতি। হাতে হাত মিলিয়ে ফটোশুট। গোটা বিশ্বকে বার্তা। এর মাঝেই কিমকে টেনে নিয়ে গিয়ে নিজের গাড়ি বিস্ট দেখিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 • Share this:

  #সেন্টোসা: প্রতিদ্বন্দ্বিতায় আপাতত ইতি। হাতে হাত মিলিয়ে ফটোশুট। গোটা বিশ্বকে বার্তা। এর মাঝেই কিমকে টেনে নিয়ে গিয়ে নিজের গাড়ি বিস্ট দেখিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কম গেলেন না কিমও। ট্রাম্পকে দেখালেন নিজের মার্সেডিজ।

  সে নাকি অজর-অমর-অক্ষয়। সেনা হামলা, গুলি, বিস্ফোরণ বা রাসায়নিক হামলায় তার গায়ে আঁচড় পর্যন্ত পড়ে না। মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বিস্ট নিয়ে এমনই সব জনশ্রুতি। তা স্বচক্ষে দেখলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার, লাঞ্চের পর হাঁটতে শুরু করেন দুই রাষ্ট্রনেতা। তখনই নিজের গাড়ি কিমকে দেখান ডোনাল্ড ট্রাম্প।

  মার্কিন প্রেসিডেন্টের গাড়ি ঠিক কেমন? কী কী ব্যবস্থা রয়েছে সেখানে?

  - গাড়ির ড্যাশবোর্ডে কমিউনিশেন সিস্টেম ও জিপিএস - গাড়ির বুলেটপ্রুফ কাচ, তাতে পলিকার্বনেটের পাঁচটি স্তর - গাড়ির দরজা ৮ ইঞ্চি পুরু - মার্কিন গোয়েন্দাদের প্রশিক্ষিত গাড়িচালক - প্রেসিডেন্টের বাঁ হাতের নীচেই থাকে স্যাটেলাইট ফোন। তাতে পেন্টাগনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। - প্রেসিডেন্টের মাথার উপর রয়েছে প্যানিক বাটন। তাতে চাপ দিলে গাড়িতে অক্সিজেন সরবরাহ হবে। - গাড়িচালকের বাঁদিকে প্রেসিডেন্টের ব্যাগে থাকে পাম্প অ্যাকশন শটগান। এছাড়াও থাকে রক্ত। গাড়িতেই রক্ত দেওয়ার ব্যবস্থা আছে।

  গাড়ির দামে অবশ্য ট্রাম্পকে টেক্কা দিয়েছেন কিম। ট্রাম্পকে নিজের মার্সে়ডিজ বেঞ্চ এস সিক্স হানড্রেডও দেখিয়েছেন কিম। সেই গাড়িতে অন্যান্য ব্যবস্থার সঙ্গে রয়েছে টয়লেটও।

  আরও পড়ুন 

  বৈঠক ফলপ্রসূ, বলছেন কিম-ট্রাম্প

  First published:

  Tags: Donald Trump, Kim Jong Un

  পরবর্তী খবর