#মুম্বই: শরীরটা তাঁর চাবুক ৷ একেবারে চিকন, মোলায়েম ! একথা দিশা পটানিকে বলিউডে পা রাখার পর থেকেই শুনতে হয় ৷ প্রথম প্রথম এসব কথা নিয়ে ভাবলেও, দিশা এখন এসবে একেবারেই পাত্তা দেন না, উল্টে এখন সবাইকে তাক লাগিয়ে, সবার মুখে কুলুপ এঁটে দিয়ে, নিজেকে মেলে ধরেন নানাভাবে !
বছর শেষ হতে চলেছে ৷ প্রতিবারের মতো এবারও বলিউড স্টারেরা টুকটাক বেরিয়ে পড়েছেন হলিডেতে৷ আর সবারই গন্তব্য যেন মলদ্বীপ ! দিশাও গিয়েছেন ৷ আর সেখান থেকেই নানা ভিডিও আপলোড করে চলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ যা দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে নেটিজেনদের !View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Disha Patani