হোম /খবর /বিনোদন /
ঠিক যেন মৎসকন্যা ! জলের তলায় বিকিনি পরে দিশার সাঁতার দেখার মতো বিষয়

ঠিক যেন মৎসকন্যা ! জলের তলায় বিকিনি পরে দিশার সাঁতার দেখার মতো বিষয়

শরীরটা তাঁর চাবুক ৷ একেবারে চিকন, মোলায়েম ! একথা দিশা পটানিকে বলিউডে পা রাখার পর থেকেই শুনতে হয় ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: শরীরটা তাঁর চাবুক ৷ একেবারে চিকন, মোলায়েম ! একথা দিশা পটানিকে বলিউডে পা রাখার পর থেকেই শুনতে হয় ৷ প্রথম প্রথম এসব কথা নিয়ে ভাবলেও, দিশা এখন এসবে একেবারেই পাত্তা দেন না, উল্টে এখন সবাইকে তাক লাগিয়ে, সবার মুখে কুলুপ এঁটে দিয়ে, নিজেকে মেলে ধরেন নানাভাবে !

বছর শেষ হতে চলেছে ৷ প্রতিবারের মতো এবারও বলিউড স্টারেরা টুকটাক বেরিয়ে পড়েছেন হলিডেতে৷ আর সবারই গন্তব্য যেন মলদ্বীপ ! দিশাও গিয়েছেন ৷ আর সেখান থেকেই নানা ভিডিও আপলোড করে চলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ যা দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে নেটিজেনদের !তবে এবার যে ভিডিওটি আপলোড করলেন দিশা, তা যেন একটু বেশিই মনে ধরেছে নেটিজেনদের ৷ আর ধরবে নাই বা কেন? দিশা পটানির মতো সুন্দরীকে যদি মৎস কন্যার মতো নীল জলের নীচে জলকেলি করতে দেখে কেউ, তাহলে কী আর তা বার বার, হাজার বার না দেখে পারে ! তার ওপর দিশার শরীরের লাল বিকিনির উষ্ণতা ৷ সমুদ্রের ঠান্ডা জলেও যেন হটনেস ছড়িয়ে দিলেন দিশা ৷নেটিজেনরা এই ভিডিও দেখে নানা মন্তব্য করছেন ৷ কেউ ভালো বলছেন, কেউ খারাপ ৷ কেউ আবার শুধু মুগ্ধতা নিয়ে দেখেছেন ৷ নেটিজেনদের কমেন্ট নিয়ে কখনই চিন্তিত নন দিশা৷ আর তাই তো বিন্দাস হয়ে একের পর এক ছবি ভিডিও আপলোড করে চলেছেন তিনি ৷
আপনিও কেন বাদ থাকবেন বলুন? দেখে নিন দিশার এই ভিডিও ৷
Published by:Akash Misra
First published:

Tags: Disha Patani