দিশার উন্মুক্ত কাঁধে বাদামি চুলের রাশি ফ্যানেদের মন জয় করে নিয়েছে৷ নতুন বছরের শুভেচ্ছা জানাতেও দিশা এই সাদা রঙই বেছে নিয়েছিলেন৷ সম্ভবত চলতি বছরে দিশা সাদাতেই ঝুঁকেছেন৷
#মুম্বই: সদ্যই মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন দিশা পাটানি৷ কিন্তু এখনও সমুদ্রের হ্যাংওভার কাটেনি তাঁর৷ রবিবার বলিউড অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে৷
মলদ্বীপ ডায়েরিজ থেকেই একটি ছবি পোস্ট করলেন 'বাগী'র নায়িকা৷ সেখানে দেখা যাচ্ছে সুবজের মাঝে সাদা অফ শোল্ডার ড্রেসে দিশা৷ খোলা চুলে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি৷
দিশার উন্মুক্ত কাঁধে বাদামি চুলের রাশি ফ্যানেদের মন জয় করে নিয়েছে৷ নতুন বছরের শুভেচ্ছা জানাতেও দিশা এই সাদা রঙই বেছে নিয়েছিলেন৷ সম্ভবত চলতি বছরে দিশা সাদাতেই ঝুঁকেছেন৷
ফ্যানেদের প্রতিক্রিয়া
দিশা শুধুই নিজের ছবিই শেয়ার করেননি৷ সময়ের ব্যবধানে নিজের দুই পোষ্যেরও (বিড়াল ও কুকুর) ছবি আপলোড করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে দিশার আদরের বিড়াল আই-প্যাডের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে৷ অন্যদিকে তাঁর কুকুর বেলা ক্যামেরার দিকে তাকিয়ে পারফেক্ট পোজ দিয়েছে৷
দিশার পরের ছবি 'রাধে'৷ চলতি বছর সলমন খানের বিপরীতে তাঁকে এই ছবিতে দেখা যাবে৷ এর আগে দিশাকে পরিচালক মোহিত সুরির 'মালং'-এ পাওয়া গিয়েছিল৷ আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি৷