• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • ফেলুদা ফেরতের পর এবার সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ !

ফেলুদা ফেরতের পর এবার সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ !

সৃজিত আর সাফল্য বোধ হয় সমার্থক বললেই চলে। শুধু যে ছবি তা নয় ওয়েব সিরিজেও যে তিনি অসাধারণ সেটা ভালোই বোঝা গেছে 'ফেলুদা ফেরত' এর দারুন রেসপন্সে।

সৃজিত আর সাফল্য বোধ হয় সমার্থক বললেই চলে। শুধু যে ছবি তা নয় ওয়েব সিরিজেও যে তিনি অসাধারণ সেটা ভালোই বোঝা গেছে 'ফেলুদা ফেরত' এর দারুন রেসপন্সে।

সৃজিত আর সাফল্য বোধ হয় সমার্থক বললেই চলে। শুধু যে ছবি তা নয় ওয়েব সিরিজেও যে তিনি অসাধারণ সেটা ভালোই বোঝা গেছে 'ফেলুদা ফেরত' এর দারুন রেসপন্সে।

  • Share this:

#কলকাতা: সৃজিত আর সাফল্য বোধ হয় সমার্থক বললেই চলে। শুধু যে ছবি তা নয় ওয়েব সিরিজেও যে তিনি অসাধারণ সেটা ভালোই বোঝা গেছে 'ফেলুদা ফেরত' এর দারুন রেসপন্সে। এবারে তার দ্বিতীয় ওয়েব সিরিজ এর শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক। সম্প্রতি শহরে এক সাংবাদিক সম্মেলন করে তার নতুন সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র কথা জানানো হয়। মহম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলার অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিরিজ। এদিন পরিচালকের পাশাপাশি এই সিরিজের অভিনেতারাও হাজির ছিলেন প্রেস কনফারেন্সে। এই সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে অনির্বান ভট্টাচার্য, অঞ্জন দত্ত,আজমারী হক বাধন,অনির্বান চক্রবর্তী এবং রাহুল বসুকে। রাহুল বসুর সঙ্গে অনেকদিনের কাজের ইচ্ছে থাকলেও আগে সুযোগ হয়নি। তাই এই প্রজেক্টর জন্য রাহুল বসুকে বেছে নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু এই সিরিজের গল্প ঠিক কীভবে এগোয়? বহুদিন ধরেই সুন্দরপুরে এক রেস্তোরা চালান মুস্কান জুবেরী। অতুলনীয় সুস্বাদু খাবারের টানে এখানে এসে থাকেন বহু মানুষ। যেমন এসেছেন নিরুপম চন্দ।  আসলে নিরুপম এসেছেন সত্য উদঘাটনে। এখানে খেতে এসে অনেক ব্যক্তিকেই আর খুঁজে পাওয়া যায়নি পরে। কী হয়েছে তাঁদের? তাঁদের কী কেউ কিডন্যাপ করেছে নাকি আরো খারাপ কিছু ঘটেছে?  সেই গল্পই বলবে এই সিরিজ। তদন্তের দায়ভারে থাকছেন রাহুল বসু এবং মুস্কানের চরিত্রে আজমারী। আজমারী হক বাঁধন বাংলাদেশের শিল্পী। প্রথমবার এপার বাংলায় কাজ করতে পেরে বেশ আপ্লুত তিনি। রাহুল বসুও বাংলায় অনেকদিন পরে বাংলা প্রজেক্টের কাজে। জানালেন তিনিও খুবই এক্সসাইটেড।

Published by:Akash Misra
First published: