#কলকাতা: না! তিনি আর পাঁচজন পরিচালকের থেকে অনেকটাই আলাদা বলা যেতে পারে। গোটা লকডাউনে যখন যেরকম প্রয়োজন, দৌড়ে গেছেন মানুষের চিকিৎসার জন্য।ছবি বানানো তার প্যাশন হলেও আসলে রীতিমতন ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এ হেন কমলেশ্বর সব রকমের ভয় কাটিয়ে সামনের মাসেই পারি দিচ্ছেন লন্ডন। তাঁর নতুন ছবির শ্যুটিং করতে। ধীরে ধীরে যখন কাজ আবার শুরু হচ্ছে টলি পাড়ায়, সেখানে বলা যেতেই পারে এক ধাপ এগিয়ে সটান বিদেশে শ্যুটিং করার প্ল্যান কোষে ফেলেছেন পরিচালক।
কমলেশ্বর জানালেন "হ্যাঁ এটা ঠিক খবর যে আমরা সেপ্টেম্বর মাসে লন্ডনে পাড়ি দিচ্ছি আমার আগামী ছবির জন্য।ছবির নাম 'অনুসন্ধান'। কাস্টিং ও বেশ চমৎকার। এই ছবিটি প্রযোজনা করছে এস কে মুভিজ। ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়,ঋদ্ধি সেন,চূর্ণী গঙ্গোপাধ্যায়,ব্রাত্য বসু প্রিয়াঙ্কা সরকার ও পায়েল সরকার "।
কমলেশ্বর আরও বলেন" এটা একটা কোর্ট রুম ড্রামা। যেখানে আদালত আদালত খেলার মধ্যে দিয়ে একজন মানুষের জীববের গল্প বলা হচ্ছে। আসলে অনেক সময়ই দেখা যায় যারা নির্দোষ তারা শাস্তি পান এবং যারা সত্যি দোষী তারা বহাল তবিয়তে জীবন কাটান।এটা সেরকমই একটি গল্প আজকের প্রেক্ষাপটে।"