#কলকাতা: Ott প্ল্যাটফর্মই ভবিষ্যৎ সেটা বোধহয় ইতিমধ্যেই ধীরে ধীরে উপলব্ধি করেছেন সকলেই। নেটফ্লিক্স,হটস্টার বা অ্যামাজন ছাড়াও বিভিন্ন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যা আগামী দিনে বিনোদনের পরিসরকে আরও বাড়াতে চলেছে। এমনই একটি নতুন প্ল্যাটফর্ম 'ডিজিপ্লেক্স' আসতে চলেছে সামনের বছর ৷ যার জন্য ইতিমধ্যেই নতুন ওয়েব সিরিজের পরিকল্পনা সেরে ফেলেছেন পরিচালক ডুয়ো মীনাক্ষী ও অভিষেক। এই নতুন ওয়েব সিরিজের নাম 'লস্ট'। মূলত সুপারন্যাচরাল থ্রিলার, এই সিরিজ বলবে বেশ কিছু অন্ধকার অতীতের গল্প যার সঙ্গে জড়িয়ে থাকে বেশ কিছু মানুষের জীবন।
মীনাক্ষী ও অভিষেক এর আগে একটি বাংলা ছবি পরিচালনা করেছেন -'কুয়াশা যখন'। সেই ছবিতেও একই বিষয় দর্শকদের পরিবেশন করেছিলেন তাঁরা। এবারে ওয়েবসিরিজেও আরও বিস্তারিত থাকছে সেই সাবজেক্ট।আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই সিরিজের শ্যুটিং।
শান্তিলাল মুখোপাধ্যায়, রুদ্রাশিস মজুমদার, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, পৌলমী দাস, ঋষভ বসুর মতো অভিনেতাদের দেখা যাবে এই ওয়েব সিরিজে।
এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন শমীক গুহ রায়, সিনেমাটোগ্রাফি প্রমিত দাসের।
Sreeparna Dasgupta