• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বলিউড থেকে বেরিয়ে যাচ্ছি ! ট্যুইট করলেন পরিচালক অনুভব সিনহা

বলিউড থেকে বেরিয়ে যাচ্ছি ! ট্যুইট করলেন পরিচালক অনুভব সিনহা

বলিউড পরিচালক অনুভব সিনহার এক ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে ৷

বলিউড পরিচালক অনুভব সিনহার এক ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে ৷

বলিউড পরিচালক অনুভব সিনহার এক ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে ৷

 • Share this:

  #মুম্বই: বুধবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কে একটা খবরই বার বার ঘুরে ফিরে আসছে ৷ বলিউড পরিচালক অনুভব সিনহার এক ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে ৷ একটা ট্যুইট ঘিরেই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে বলিউডের বিতর্ক ৷ যেখানে একের পর এক জায়গা করে নিচ্ছে, নেপোটিজম, কাস্টিং কাউচের মতো বিষয় ৷ তবে পরিচালক অনুভব সিনহা একেবারেই তাঁর ট্যুইটে স্পষ্ট করেননি এসবের কথা ৷ শুধু জানিয়েছেন, তাঁর দ্বারা আর হচ্ছে না ৷ আর সেই কারণেই বলিউড থেকে বেরিয়ে যেতে চান ৷

  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে উঠেছে ঝড় ৷ একের পর এক নাম এসেছে বলিউডের বিগ স্টারদের ৷ তার ওপর কঙ্গনা রানাওয়াতের সাম্প্রতিক সাক্ষাৎকার, বিষয়টিকে আরও যেন বারুদের আকার দিয়েছে ৷

  তা ঠিক কী ট্যুইট করেছেন অনুভব সিনহা?

  থপ্পড়, আর্টিকাল ১৫-এর পরিচালক অনুভব সিনহা ট্যুইট করে লিখলেন, ‘অনেক হলো ! আমি বলিউড থেকে রিজাইন করলাম ৷ এর মানে যাই হোক না কেন !’

  অনুভবের এই ট্যুইটকে একেবারেই সমর্থন করেননি পরিচালক সুধীর মিশ্রা ৷ উল্টে অনুভবকে তিনি বলেছেন, ‘বলিউড কি? ভারতীয় সিনেমার কথা ভাবো ৷ ভারতীয় সিনেমার উজ্জ্বল তারকা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজ কাপুর, গুরু দত্ত, হৃষিকেশ মুখোপাধ্যায়ের মতো পরিচালকের কথা ভাব, যাঁরা সিনেমার কথা ভেবেছে, তাই বিশ্ব জুড়ে খ্যাতি পেয়েছে ৷’

  Published by:Akash Misra
  First published: