#মুম্বই: ফের অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ৷ বুধবার দুপুর নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ৷ চিকিৎসক জানিয়েছেন, বুকে সংক্রমণের কারণেই অসুস্থ হয়েছেন অভিনেতা ৷ দিলীপ কুমারকে রাখা হয়েছে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে ৷
পরিবারসূত্রে পাওয়া খবর অনুযায়ী, সুস্থই ছিলেন দিলীপ কুমার ৷ খাওয়া-দাওয়া স্বাভাবিকই ছিল তাঁর ৷ তবে বুধবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবণতি হতে থাকে ৷
দিলীপকুমারের বয়স হয়েছে ৯৫ বছর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Dilip Kumar