corona virus btn
corona virus btn
Loading

‘কলকাতায় দুর্ঘটনায় পড়িনি আমি’, ট্যুইট করলেন অমিতাভ

‘কলকাতায় দুর্ঘটনায় পড়িনি আমি’, ট্যুইট করলেন অমিতাভ

‘কোনও দুর্ঘটনাই ঘটেনি আমার সঙ্গে ৷ বিষয়টি একেবারে ভুল !’ হঠাৎ করে ট্যুইট করে বসলেন অমিতাভ বচ্চন ৷

  • Share this:

#মুম্বই: ‘কোনও দুর্ঘটনাই ঘটেনি আমার সঙ্গে ৷ বিষয়টি একেবারে ভুল !’ হঠাৎ করে ট্যুইট করে বসলেন অমিতাভ বচ্চন ৷

ঘটনাটি হল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ধোধনে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ অনুষ্ঠান শেষে এয়ারপোর্ট যাওয়ার সময় অমিতাভের বিএমডব্লু-র একদিকে চাকা নড়বড়ে হয়ে খুলে যায় ৷ তারপরই খবর রটে যায় অমিতাভের গাড়ি দুর্ঘটনার কবলে ৷ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দেয় পরিবহণ দপ্তর। গাড়ির-মালিক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। শোনা যায়, কলকাতা পুলিশও তদন্ত শুরু করেছিল। যে বেসরকারি হোটেলে বিগ বি উঠেছিলেন। তার মাধ্যমেই বুক করা হয়েছিল গাড়িটি। কৈফিয়ত চাওয়া হয় সেই হোটেলের কাছেও ৷ সেদিন অমিতাভের সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷

big

তবে এত কিছু ঘটে যাওয়ার পর হঠাৎই ট্যুইট করে বসেন অমিতাভ ৷ আর ট্যুইটে লেখেন ‘আমি জানতে পাড়ি কলকাতায় নাকি আমি দুর্ঘটনার কবলে পড়েছি ৷ এ খবর ঠিক নয় ৷ কোনও দুর্ঘটনার মধ্যে পড়িনি ৷ আমি একেবারেই ঠিক আছি ৷’

First published: November 17, 2017, 3:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर