• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অভিনয় করার সময় কেন আইড্রপ ব্যবহার করছেন শাহরুখ !

অভিনয় করার সময় কেন আইড্রপ ব্যবহার করছেন শাহরুখ !

YouTube

YouTube

রইস’ ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ এমনকী, নতুন অবতারে শাহরুখকে দেখে তো হতবাক সব্বাই ! কিন্তু এরই মাঝে শাহরুখ

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ‘রইস’ ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ এমনকী, নতুন অবতারে শাহরুখকে দেখে তো হতবাক সব্বাই ! কিন্তু এরই মাঝে শাহরুখ উসকে দিলেন অন্য একটা কিছু ৷ আর যার মূলে রয়েছে আই ড্রপ !

  আই ড্রপ আর শাহরুখ, নায়িকা ছাড়াও, সিনেমায় নিজের কাছে আসতে দিচ্ছেন এই আই ড্রপকে ৷ তাও আবার ,পর পর দু’দুটো ছবি !

  ‘ডিয়ার জিন্দেগি’-তে ডাক্তার জাহাঙ্গির খান হয়ে, আলিয়া ভাটকে জীবনপাঠ বোঝানোর সময় বার বার চোখে ওষুধ দিতে দেখা গিয়েছিল শাহরুখকে ৷ তবে এবার ডিয়ার জিন্দেগি নয়, রইস ছবির ট্রেলারেও, শাহরুখকে দেখা গেল সেই একই কায়দায় আই ড্রপ ব্যবহার করতে ৷

  প্রশ্ন উঠেছে, এই আই ড্রপ ওয়ালা স্টাইল কি, শাহরুখের ইচ্ছে করে ? নাকি কোনও চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ ?

  ডিয়ার জিন্দেগি-র সময়, পরিচালক গৌরি সিন্ডে জানিয়ে ছিলেন, ডাক্তার জাহাঙ্গির খানের চরিত্রকে দৃঢ় করতে আই ড্রপ ব্যবহার করেছিলেন ৷ তাহলে রইসে কেন?

  ডিয়ার জিন্দেগি-র প্রায় দু’বছর আগে শ্যুটিং করা হয়েছিল রইসের ! তখনই ব্যবহার করা হয়েছিল শাহরুখের আই ড্রপ ৷

  ২০১৪ সালে চোখের সমস্যার জন্য ছোট্ট অপারেশন করেছিলেন শাহরুখ ৷ ট্যুইটারে চোখের চিকিৎসককে ধন্যবাদও জানিয়ে ছিলেন তিনি ৷ সেই কারণেই কি আই ড্রপ ব্যবহার হচ্ছে ? উত্তর অবশ্য একমাত্র জানেন শাহরুখ খানই !

  First published: