• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নবরাত্রি এলেই ছোটবেলায় পাড়ায় পাড়ায় ভজন গাইতেন নেহা কক্কর, ভিডিও ভাইরাল

নবরাত্রি এলেই ছোটবেলায় পাড়ায় পাড়ায় ভজন গাইতেন নেহা কক্কর, ভিডিও ভাইরাল

নেহা তাঁর হবু বরের সঙ্গে জমিয়ে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে ইঙ্গিত রয়েছে তাঁদের জমাটি প্রেমের !

নেহা তাঁর হবু বরের সঙ্গে জমিয়ে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে ইঙ্গিত রয়েছে তাঁদের জমাটি প্রেমের !

নেহা তাঁর হবু বরের সঙ্গে জমিয়ে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে ইঙ্গিত রয়েছে তাঁদের জমাটি প্রেমের !

 • Share this:

  #মুম্বই: বিয়ের খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় একেবারেই ভাইরাল বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ৷ গোটা মিডিয়া যেন এখন নেহার বিয়ের ডিটেল জানতে তাঁর পিছনে পড়ে গিয়েছে ৷ তবে নেহার তরফ থেকে কিন্তু ব্যাপারে তেমন কোনও সঠিক খবর পাওয়া যায়নি ৷ কিন্তু নেহা তাঁর হবু বরের সঙ্গে জমিয়ে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে ইঙ্গিত রয়েছে তাঁদের জমাটি প্রেমের !

  তবে শুধু নেহার বিয়েই নয় ৷ নেহার এই খবরের সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ট্রেন্ডিং লিস্টে ঢুকে পড়েছেন নেহা ৷ একদিকে যেমন হঠাৎই ভাইরাল হয়েছে নেহার সঙ্গে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের বিয়ের সেই ভাইরাল ভিডিও ৷ যা কিনা রিয়ালিটি শোয়ের মঞ্চে অনুষ্ঠীত হয়েছিল ৷

  ঠিক তার পাশাপাশি ভাইরাল হয়েছে নেহা কক্করের পুরনো বেশ কিছু ভিডিও ৷ যার মধ্যে নেটিজেনরা সবচেয়ে বেশি প্রশংসা করছে নেহার ছোটবেলার একটি ভিডিও ৷ যেখানে নেহাকে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে নেহা ভজন গাইছেন৷

  জানা গিয়েছে, ছোটবেলায় নবরাত্রির সময় পাড়ায় পাড়ায় ভজন গাইতে ডাক পড়ত নেহার ৷ ছোট্ট নেহার দারুণ গান শুনে নাকি আপ্লুত হতো দর্শক ৷ নেহাও পুরো দমে, পুরো এনার্জি দিয়ে গাইতেন গান ৷ প্রশংসা কুড়িয়ে নিতেন শ্রোতাদের ৷

  সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে তাঁর ছোটবেলার গানের ভিডিও ৷ যা কিনা নজর কেড়েছে নেটিজেনদের৷

  Published by:Akash Misra
  First published: