• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আমাকে নায়ক করতে বায়োপিক নয়: ধোনি

আমাকে নায়ক করতে বায়োপিক নয়: ধোনি

শীঘ্রই বক্স অফিসে আসতে চলেছে ধোনির বায়োপিক৷ ছবির প্রোমোশনে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি ও ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷

শীঘ্রই বক্স অফিসে আসতে চলেছে ধোনির বায়োপিক৷ ছবির প্রোমোশনে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি ও ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷

শীঘ্রই বক্স অফিসে আসতে চলেছে ধোনির বায়োপিক৷ ছবির প্রোমোশনে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি ও ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: শীঘ্রই বক্স অফিসে আসতে চলেছে ধোনির বায়োপিক৷ ছবির প্রোমোশনে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি ও ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷ রয়েছেন অবশ্যই পরিচালক নীরজ পাণ্ডে ! আর এই প্রোমোশনের মাঝেই ধোনি প্রকাশ্যে জানিয়ে দিলেন ছবি নিয়ে নানা কথা ৷

  ধোনি জানালেন, ‘ছবিটি তৈরির আগে বহুবার নীরজের সঙ্গে চিত্রনাট্য আলোচনা করেছি ৷ আর নীরজকে বার বার বলেছি ৷ আমাকে নায়ক হিসেবে দেখাবে না ৷ বরং আমার স্ট্রাগলকে তুলে ধর ৷ আমার সিদ্ধান্তগুলোকে দেখাও ৷’

  হতবাক সব্বাই ! এটা কী বলে উঠলেন মাহি ! মিস্টার কুল নামে যে পরিচিত খেলার দুনিয়ায়, সে কিনা রেগে গেল এক বলিউডি অভিনেতার ওপর ! তাও আবার সুশান্ত সিং রাজপুতের ওপর ৷ ইনিই তো ‘ধোনি’ বায়োপিকের ধোনি ! সিনে পর্দার হিরোর ওপর কী নিয়ে এতো ক্ষেপে গেলেন মাহি !

  সম্প্রতি প্রকাশ হয়েছে ‘ধোনি’ ছবির ট্রেলার ৷ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সুশান্ত সিং রাজপুত ও মহেন্দ্র সিং ধোনি ৷ মোটামুটি ঠান্ডাই ছিল ধোনির মাথা ৷ কিন্তু হঠাৎই দুম করে রেগে গেলেন সুশান্তের ওপর ৷ আর স্পষ্টই সুশান্ত ধোনি বলে উঠলেন, ‘একটু চুপ কর ! অনেক হয়েছে !’

  কাণ্ডটা হল, ছবি প্রোমোশনের সময় একসঙ্গেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন ধোনি ও সুশান্ত ৷ আর সুযোগ পেয়ে সুশান্ত কারণে, অকারণে নানা প্রশ্নে জর্জড়িত করছিল ধোনিকে ৷ প্রথম প্রথম ধোনি উত্তরও দিচ্ছিলেন, কিন্তু শেষমেশ নাকি আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না ৷ সোজাসুজি সুশান্তকে বলে উঠলেন ! ‘বন্ধ কর তোমার প্রশ্ন !’

  সুশান্ত জানিয়েছেন, ‘আমি ধোনিকে কখনও এতো রাগতে দেখিনি ৷ আমার সব প্রশ্নের উত্তরই দিয়েছিল ধোনি৷ আমার বেশি প্রশ্ন করাটাই হয়তো পছন্দ হয়নি তাঁর !’

  First published: