• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বন্দুক হাতে ধর্মেন্দ্র! সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও সুপার ভাইরাল, দিলেন বড়সড় বার্তাও

বন্দুক হাতে ধর্মেন্দ্র! সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও সুপার ভাইরাল, দিলেন বড়সড় বার্তাও

ধর্মেন্দ্র ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

ধর্মেন্দ্র ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

জীবনকে পুরুষের মত উপভোগ করার পরামর্শ সুপারস্টার ধর্মেন্দ্রর

 • Share this:

  #মুম্বই: বলিউডের অন্যতম সুপার হিরো ধর্মেন্দ্র এই মুহূর্তে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়েই তিনি বেশ সক্রিয় ৷ ভক্তদের জন্য ছবি ও ভিডিও বেশিরভাগ সময়েই শেয়ার করে থাকেন তিনি ৷ ৮৪ বছর বয়সী ধর্মেন্দ্র অবসরে গাছের পরিচর্যা ও চাষবাসের কাজ করতে ভালবাসেন ৷ তাঁকে বলিউডের হিম্যান বলা এমন একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে এখনও নিশানাতে তিনি বেশ পটু তিনি ৷

  ধর্মেন্দ্র তাঁর ফার্ম হাউজে শ্যুট করা একটি সুন্দর দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন 'বন্ধুরা, বৃষ্টিপাত না হলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, নিশানায় অভ্রান্ত থাকতে সব সময়েই অনুশীলন করি, আপনাদের মতামতের প্রতি সব সময়েই আমার ভালবাসা রয়েছে ৷' ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে গাড়ি চালাবার সময়ে বাড়তি উৎসাহী তিনি ৷ ভিডিওতে ধর্মেন্দ্র বলেছেন 'এই স্থানটি অত্যন্ত সুরক্ষিত ৷ এখানেই অনুশীলন করি মাঝে মধ্যেই ৷ জীবনে বাঁচতে হলে পুরুষের মত বাঁচা উচিৎ৷'

  এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে না হতেই বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে ৷ শেয়ার ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷ এক ভক্ত মন্তব্য করেছেন 'যা দেখতে ভাল লাগে, এই বয়সেও আপনি এত সক্রিয়,' অন্য এক ভক্ত লিখেছেন 'সবারই আপনার মত বৃদ্ধাবস্থার অনুপ্রেরণা নেওয়া উচিৎ৷' অন্য এক ভক্তের চোখে তিনি 'অত্যন্ত প্রাণবন্ত আপনার ভিডিও দেখে নতুন করে জীবন শুরুর অনুপ্রেরণা পাওয়া যায় ৷'

  Published by:Arjun Neogi
  First published: