হোম /খবর /বিনোদন /
মদের গন্ধ ঢাকতে পেঁয়াজ খেয়ে শ্যুট! মত্ত ধর্মেন্দ্রকে দেখে কী বলেছিলেন তাঁর মা

Dharmendra: মদের গন্ধ ঢাকতে পেঁয়াজ খেয়ে শ্যুট! মত্ত ধর্মেন্দ্রকে দেখে কী বলেছিলেন তাঁর মা

ধর্মেন্দ্রর সুদীর্ঘ কেরিয়ারে অগুনতি হিট ছবি। তিনি যাতেই হাত দিতেন, সোনা ফলাতেন। এ হেন অভিনেতার এক সময় মদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।

  • Share this:

মুম্বই: তিনি আগাগোড়াই স্পষ্টবাদী। রাখঢাক করে কথা বলা তাঁর কম্ম নয়। তাই বোধ তারকাদের চিরাচরিত ব্যকরণ ভেঙে দিয়ে নিজের কথা নিজের মতো করে বলতে পারেন তিনি। ধর্মেন্দ্র।বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন। সুদীর্ঘ কেরিয়ারে অগুনতি হিট ছবি।তিনি যাতেই হাত দিতেন, সোনা ফলাতেন। এ হেন অভিনেতার এক সময় মদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, অভিনেতা বরাবরই তাঁর মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। শ্যুট থেকে ফিরে তিনি রোজ মায়ের পা মাসাজ করে দিতেন। এক দিন মদ খেয়ে এসে অভিনেতা সেই একই কাজ শুরু করেছিলেন।

আরও পড়ুন: ১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’

আরও পড়ুন: মানুষ হিসেবে আদৌ কতটা ভাল নওয়াজ? বিস্ফোরক অভিনেতার ভাই, অভিযোগ জানলে অবাক হবেন

বিষয়টি ধর্মেন্দ্রর মায়ের নজর এড়ায়নি। ছেলে মদ খেয়েছেন কি না, তা জানতে চান তিনি। ধর্মেন্দ্র যদিও অস্বীকার করেন। এর পরেই মজার ছলে তাঁর মা বলেছিলেন, ধর্মেন্দ্র নেশা করলেই ভাল করে তাঁর পা মাসাজ করতে পারেন। এর পরেই অভিনেতার মা প্রশ্ন করেন, 'সেই জন্যই কি তুমি মদ খেয়ে আসো?'

 

ধর্মেন্দ্র জানান, অনেক সময়ে মদ খেয়েই সেটে যেতেন ধর্মেন্দ্র। 'আয়ে দিন বাহার কে' শ্যুটের সময় সেটে মদের গন্ধ ঢাকার জন্য সেটে পেঁয়াজ খেয়ে যেতেন অভিনেতা। ছবির নায়িকা আশা পারেখের বিষয়টি মোটেই পছন্দ ছিল না। এ নিয়ে ধর্মেন্দ্রর কাছে একাধিক অভিযোগও এনেছিলেন তিনি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Bollywood, Dharmendra