#মুম্বই: নিজের ঘরে আটকা পরে গেলে সত্যি কিছুই করার থাকে না। এই গোটা লকডাউনে সেটা বোধহয় খুব ভালভাবেই টের পেয়েছি আমরা।বহু মানুষ আছেন যারা নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকেন। কিন্তু গোটা লকডাউনে কিছুই করার সুযোগ বা সম্ভাবনা হয়ে ওঠেনি। কিন্তু ভাবুন তো যদি আপনার পেল্লাই একখানা বাড়ি থাকে তাহলে তার ভেতরেই হেঁটে রীতিমতন ফিট থাকতে পারেন অপনি।
যেমনটা দেখা যাচ্ছে ধর্মেন্দ্র পাঁজিকে।বাইরে বৃষ্টি বেরোতে পারছেন না। তাই বসার ঘরের ভেতরেই সারছেন ডেইলি ওয়াক।
Baarish mein...indoor brisk walk for half an hour.... listen Lata ji,s old song ... remember my college days... God willing 🙏...getting ready for a new movie.... need your good wishes. Love 💕 you all. pic.twitter.com/8IJsjhq4GL
তিনি যখন বলিউডে কাজ করতেন, সেই সময় তাঁকে বলা হত 'হি ম্যান'।সেই সুঠাম শরীর ৮৪'তে না থাকলেও সুস্থ থাকার জন্য শরীর চর্চা মাস্ট।বিশাল ড্রয়িংরুমে হাঁটার সেই ভিডিও শেয়ার করলেন ধর্মেন্দ্র দেওল।