#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে আরও একবার বাজতে চলেছে বিয়ের সানাই ৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ৷ করোনা আবহেই বাগদান সেরে ফেলেছেন তিনি। ৷ সোশ্যাল মিডিয়ায় হবু স্ত্রীয়ের সঙ্গে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়েছিলেন চাহাল নিজেই ৷
চাহালের বাগদত্তা ধনশ্রী বর্মার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে চাহাল ঘরণী পেশায় চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে ৷ ভারতীয় ড্রেসিংরুমে খেলার সময়টুকু ছাড়া বাকি সময় যে চ্যানেল চলে তা হল চাহাল টিভি ৷ তাই তাঁর হবু স্ত্রীয়ের যে সেদিকে ঝোঁক থাকবে না তা কী করে হয় ৷ জানা গিয়েছে যুজবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী একজন জনপ্রিয় ইউটিউবারও ৷
এবার ধনশ্রীর একটি নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ধনশ্রী। 'দারু বদনাম' গানে তুমুল নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে যুজবেন্দ্র চাহালের হবু স্ত্রী লেখেন, "এটি আমার পছন্দের একটি গান। আমার পুরনো নাচের ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম।' ধনশ্রীর নাচ দেখে সকলেই প্রশংসা করেছেন তাঁর। ইতিমধ্যে কয়েক লক্ষ ভিউ পেয়েছে এই ভিডিও।