কলকাতা : সাংসদ দেবের এখন দম ফেলার সময় নেই ৷ কোভিড এবং তার পর ইয়াস, জোড়া বিপর্যয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন নিজের কেন্দ্রের বিভিন্ন সমস্যায় ৷ তাঁর নজর থেকে বাদ পড়ল না নিজের আবাসনও ৷ তারকা সাংসদের উদ্যোগে মঙ্গলবার থেকে কলকাতায় তাঁর আবাসনে শুরু হল বিনামূল্যে কোভিড টিকাকরণ ৷ সামাজিক মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছেন দেব ৷
তিনি বলেছেন, নিখরচায় এই টিকাগ্রহণের সুযোগ পাবেন তাঁদের আবাসনের প্রত্যেক সহায়ক ৷ নিরাপত্তাকর্মী, গৃহসহায়ক বা গৃহসহায়িকা, গাড়িচালক-সহ প্রত্যেক সহায়ক এই পরিষেবা পাবেন ৷ দেবের কথায়, এঁরা প্রত্যেকে আবাসনের বাসিন্দাদের পাশে কঠিন সময়ে ছিলেন ৷ এ বার তাঁরা বিনামূল্যে টিকা পাবেন ৷ সামাজিক মাধ্যমে এই খবর জানাতেই নেটিজেনরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেবের ৷
তবে এই প্রথম নয় ৷ অতিমারিতে প্রথম থেকেই দেবের জনপ্রতিনিধি রূপ উজ্জ্বল ৷ সোমবার তিনি ডেবরায় একটি কোভিড হাসপাতাল উদ্বোধন করেন ৷ জানান, সেখানে কোভিডরোগীদের জন্য সবরকম পরিষেবা থাকবে ৷
ইতিমধ্যেই দাসপুর ও ঘাটালে কমিউনিটি কিচেনও তৈরি করেছেন দেব ৷ ডেবরায় নিজের কার্যালয়ে সেফ হোম খুলেছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর উদ্যোগে ঘাটাল হাসপাতাল ও বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়েছে ৷ সরকারি স্তরের পাশাপাশি উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগত ভাবেও ৷ তাঁর নিজের হোটেল থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷
শুধু করোনাই নয় ৷ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবেও দেবের ভূমিকা অগ্রণী ৷ ইয়াস আছড়ে পড়ার আগে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া থেকে পরবর্তীতে ত্রাণ বন্টন, সবক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয় ৷
সমষ্টির পাশাপাশি ব্যক্তিবিশেষের সাহায্যের প্রশ্নেও দেব সক্রিয় ৷ তাঁর কেন্দ্রে এক অসুস্থ মহিলার কাছে অক্সিডেন পৌঁছে গিয়েছে সাংসদের উদ্যোগে ৷ চিকিৎসার ব্যবস্থা হয়েছে রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধার ৷ তারকা সাংসদের ভূমিকায় মুগ্ধ তাঁর কেন্দ্রের মানুষ এবং নেটিজেনরাও ৷ সঙ্কটকালে দেবের মুখে তাঁর নিজের কাজের কথা শোনা যায়নি একবারও ৷ সেখানে ‘আমি’-র বদলে ‘আমরা’ ৷ তৃণমূল সাংসদ সবসময়েই বলছেন, ‘আমরা সকলে মিলে এই কঠিন সময় একদিন পেরিয়ে যাব ’৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid vaccination, COVID19, Dev