#কলকাতা: আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা দেব। বরা নগরের এক বৃদ্ধ দম্পতির মাসিক ওষুধের দায়িত্ব নিলেন তিনি। ট্যুইটারে এই দম্পতির সমস্যার কথা জানতে পেরে, তাঁদের সঙ্গে যোগাযোগ করেন দেব। ২৫ শে অগাস্ট সঙ্গীতা মজুমদার নামে একজন দেবকে একটি ট্যুইট করেন। বরা নগরের সেই বৃদ্ধ মহিলার ভিডিও ছিল সেই ট্যুইটে। এই মহিলার স্বামী একটি কারখানায় কাজ করতেন। করোনার জন্য বন্ধ তাঁর কাজ। বিগত কয়েক মাস ধরে বাড়িতে বসে আছেন এই বৃদ্ধ শ্রমিক। তাঁর নার্ভের অসুখ। মাসে প্রায় হাজার টাকার মতো ওষুধ লাগে বৃদ্ধর। রোজগার বন্ধ। দু'বেলার খাবার জোটাতে পারছেন না তিনি। ওষুধ কেনা অসম্ভব। দিন দিন খারাপ হচ্ছে বৃদ্ধের শরীর। তাঁর স্ত্রী ব্লাউজ সেলাই করে কিছু অর্থ উপার্জন করতেন। সেটাও এখন বন্ধ। বৃদ্ধার হৃদরোগ জনিত সমস্যা। তাঁকেও নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু অর্থের অভাবে বেশ কয়েক মাস ধরে তা বন্ধ। বৃদ্ধার শরীরও ভেঙে পড়ছে। এরকম অবস্থায় অসহায়ের মতো দিন কাটাচ্ছেন তাঁরা।
Please read. https://t.co/4qNjYveSqc pic.twitter.com/cnidiFODIz
— Dev (@idevadhikari) August 26, 2020
এই ট্যুইট দেখে সঙ্গে সঙ্গে উত্তর দেন দেব। তিনি আশ্বাস দেন যে তাঁর টিম যোগাযোগ করবে। কথা রাখেন সাংসদ অভিনেতা। বৃদ্ধ দম্পতির বাড়িতে পৌঁছে গিয়েছে সব প্রয়োজনীয় ওষুধ। শুধু তাই নয়, তাঁদের ওষুধের খরচের ভার নিয়েছেন দেব। এখন থেকে সেটা তাঁর দায়িত্ব। সাংসদ অভিনেতার কাছ থেকে সাহায্য পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি। সত্যিই যে এমন সাহায্য পাবেন তা ভাবতে পারেননি তাঁরা।
Ok my team will b in touch with u for this Sangeeta... https://t.co/JZIjrdBVyn
— Dev (@idevadhikari) August 26, 2020
পরিযায়ী শ্রমিক, ছাত্র কিংবা কারও বাড়িতে পারিবারিক কলহ, খবর পেলে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সাংসদ অভিনেতা। দেবের এই প্রচেষ্টা প্রশংসার যোগ্য।
ARUNIMA DEY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।