corona virus btn
corona virus btn
Loading

ট্যাক্স ফ্রি দেবের ‘চ্যাম্প’ !

ট্যাক্স ফ্রি দেবের ‘চ্যাম্প’ !

ট্যাক্স ফ্রি হল দেবের নতুন ছবি ‘চ্যাম্প’ ! বৃহস্পতিবার রাজ্য সরকার দেবের এই ছবিকে করমুক্ত হিসেবে ঘোষণা করল৷ ছবিটি মুক্তি পাবে ইদে ৷ ছবির পরিচালক রাজ চক্রবর্তী ৷

  • Share this:

#কলকাতা: ট্যাক্স ফ্রি হল দেবের নতুন ছবি ‘চ্যাম্প’ ! বৃহস্পতিবার রাজ্য সরকার দেবের এই ছবিকে করমুক্ত হিসেবে ঘোষণা করল৷ ছবিটি মুক্তি পাবে ইদে ৷ ছবির পরিচালক রাজ চক্রবর্তী ৷ ‘চ্যাম্প’ করমুক্ত হওয়ায় স্বভাবতই খুশি দেব ও রাজ চক্রবর্তী ৷

দেবের কথা, ‘আমি খুব খুশি ৷ এই ছবিটা করার জন্য খুব কষ্ট করেছি ৷ বক্সার খেলাকে প্রোমোট করার জন্যই মূলত এই ছবিটা তৈরি ৷ এই ছবি করমুক্ত হওয়ার ফলে, বেশিরভাগ মানুষের কাছে এই ছবিটা পৌঁছে যাবে ৷’

দেব জানান, ‘অনেকেই হয়তো জানেন না, ভারতে বক্সিংয়ের শুরু হয় পশ্চিমবঙ্গ থেকে ৷ তাও আবার এক বাঙালির হাত ধরেই ৷ যার নাম পরেশলাল রায় ৷ ১৮৮৪ সালে বাংলায় বক্সিংয়ের জন্ম হয় ৷ এই ব্যাপারটা আমাকে অনুপ্রাণিত করেছিল ৷ ক্রিকেট ও ফুটবলের বাইরেও যে বক্সিং এমন একটা খেলা, যার আর্ন্তজাতিক মর্যাদা রয়েছে ৷ তাই এই ছবি তৈরি করা ৷ আমার ছবি চারমাস পর হয়তো সবাই ভুলে যাবে, কিন্তু সবার মধ্যে বক্সারের ম্যাজিক ছড়িয়ে যেতে পারে, তার জন্যই এই চ্যাম্প !’

খোকাবাবু আর খোকাটি নেই ৷ বরং প্রত্যেক ছবিতে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে, টলিউডের নতুন চ্যাম্প ৷ তাই তো প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেই, একেবারে রূপ বদল দেবের ৷ ছবির নাম ‘চ্যাম্প’ ৷ আর এই ছবিতেই বক্সারের ভূমিকায় দেখা যাবে দেবকে ৷

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার৷ ট্রেলারেই দেখা মিলল নতুন দেবের ৷ নিজেকে খাঁটি বক্সার হিসেবে তুলে ধরতে দেবের পরিশ্রমই দেখা গেল টিজারে ৷

দেবের চ্যাম্পে দেব ছাড়াও রয়েছেন দেবের বান্ধবী রুক্মিণী ও চিরঞ্জিত ৷ ইদেই বক্স অফিস কব্জা করতে আসছেন বক্সার দেব !

First published: June 1, 2017, 3:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर