হোম /খবর /বিনোদন /
ইন্ডাস্ট্রিতে ১৭ বছর! 'সাবালক' হয়ে ওঠার পথেই নয়া চমক দেবের, কী জানেন

Dev as Byomkesh: ইন্ডাস্ট্রিতে ১৭ বছর! 'সাবালক' হয়ে ওঠার পথেই নয়া চমক দেবের, কী জানেন

Dev as Byomkesh: অভিনেতা হিসেবে তো বটেই, প্রযোজকের জুতোতে পা গলিয়েও দর্শককে একাধিক মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন দেব।

  • Share this:

কলকাতা: দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার। অভিনয় জগতে 'সাবালক' হতে চললেন দেব। নিছক বাণিজ্যিক ছবির নায়ক থেকে বিষয়ভিত্তিক ছবির সাদামাটা চরিত্র হয়ে ওঠা, এই কয়েক বছরে নিজেকে ভেঙে নতুন ভাবে গড়ে তুলেছেন তিনি। এ বার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা।

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেখা যাবে দেবকে। শনিবার ট্যুইট করে জানিয়ে দিলেন তাঁর পরবর্তী ছবির নাম। অভিনেতা লেখেন, 'ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি। অভিনেতা হিসেবে আমার পরের ছবি ব্যোমকেশ দুর্গ রহস্য। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং শ্যাডো ফিল্মস। সব সময়ের মতো আপনাদের আশীর্বাদ চাই।'

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী বেশে টলি নায়ক, আসছে নতুন ছবি, চিনতে পারছেন সুপারস্টারকে!

আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এর প্রথম লুক! দেবের বিপরীতে কে এই নায়িকা?

অভিনেতা হিসেবে তো বটেই, প্রযোজকের জুতোতে পা গলিয়েও দর্শককে একাধিক মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন দেব। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'প্রজাপতি'। বক্স অফিসে ভাঁড়ার ভরেছে ছবিটির। দর্শকমহলেও প্রশংসিত অভিজিৎ সেন পরিচালিত বাবা-ছেলের আখ্যান।

 

আগামী পুজোর ছুটিতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন'। পরিচালনায় অরুণ রায়। ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। দেব ছাড়া রয়েছেন রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর এবং নবাগতা সৃজলা দত্ত।

Published by:Sanchari Kar
First published:

Tags: Actor, Dev, Tollywood