#কলকাতা: দেব আর মিঠুন এক সঙ্গে এক মঞ্চে। হ্যাঁ ঠিক পড়েছেন। যা বড় পর্দায় সম্ভব হয়নি তাই হবে ছোট পর্দায়। নতুন ইতিহাস গড়তে চলেছে স্টার জলসার রিয়েলিটি শো "ডান্স ডান্স জুনিয়র সিজন ২"। এ কথা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন সাংসদ অভিনেতা দেব। তবে শুধু মিঠুন নয় তাঁদের সঙ্গে থাকছেন মনামী ঘোষও।
মিঠুন বহুদিন ছিলেন সব কিছু থেকে দূরে। কোথাও কোনও সিনেমা বা রিয়ালিটি শোতে তাঁকে দেখা যাচ্ছিল না। খবর ছিল তিনি অসুস্থ। তবে সব কিছু কাটিয়ে ফের ফিরছেন বাংলার সর্বকালের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তাই উত্তেজনা এবার একটু বেশি। বচ্চাদের আন্স শো তে মহাগুরু সব সময় একাই জমিয়ে রাখেন। এবার সঙ্গে থাকবেন দেব ও মনামী।
মিঠুনের মুখে কাঁচা-পাকা দাড়ি-গোঁফ। ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল । চোখেমুখে সেই চেনা ইমেজ। গায়ে হুডওয়ালা কালো জ্যাকেট। গলায় জড়ানো ঘিয়ে রঙা উত্তরীয়। গত বছরের ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ১’ জমে গিয়েছিল মহাগুরুর উপস্থিতিতেই। সঙ্গে বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী। এ বছর সোহম অন্য চ্যানেলের কমেডি শোয়ের বিচারকের আসনে। নতুন সিজনে কাকে দেখা যাবে, জল্পনা তাই ছিলই। দেব তাঁর এবং মিঠুনের ফার্স্ট লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‘গুরু’ এবং ‘দেব’ আসছেন এক সঙ্গে।’’ এই খবর জানাজানি হতেই টলিপাড়ায় শোরগোল শুরু হয়েছে। দেব আর মিঠুনকে এক সঙ্গে দেখার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন।