corona virus btn
corona virus btn
Loading

‘পদ্মাবতী’ দীপিকার মতো চেহারা পেতে চান? মেনে চলুন..

‘পদ্মাবতী’ দীপিকার মতো চেহারা পেতে চান? মেনে চলুন..
Film Still

পদ্মাবতী নিয়ে নানা বিতর্ক বেড়েই চলছে ৷ করণি সেনার রোষের মুখে ছবির পদ্মাবতী দীপিকা পাড়ুকোন ৷

  • Share this:

#মুম্বই: পদ্মাবতী নিয়ে নানা বিতর্ক বেড়েই চলছে ৷ করণি সেনার রোষের মুখে ছবির পদ্মাবতী দীপিকা পাড়ুকোন ৷ এমনকী, তাঁর নাক কেটে ও মুণ্ডুচ্ছেদের হুমকিও দিয়েছে করণি সেনারা ৷ ছবির মুক্তি নিয়ে রীতিমতো কপালে চন্তার ভাঁজ পড়েছে বনশালি টিমের ৷ কিন্তু জানেন কি, এই ছবিতে পদ্মাবতী হওয়ার জন্য কত কাঠখড় পুড়িয়েছেন দীপিকা ? কত কষ্ট করেছেন ছবির পদ্মাবতী হয়ে ওঠার জন্য !

প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোনের ডায়েট প্ল্যান ৷ যা মেনে চলেই পদ্মাবতী হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন !

নিয়মিত ব্যায়াম করেছেন নিজেকে ফিট রাখতে ৷ কারণ, এই ছবিতে তিনি রাজপুত ঘরানার মেয়ে ৷ সাহসী ও যোদ্ধা ৷ শরীরী ভঙ্গিতে তা ফুটিয়ে তোলার জন্যই ফিট থাকা জরুরী হয়ে পড়েছে দীপিকার৷ তবে শুধুই জিম নয়, নিজের খাদ্যাভাসেও পরিবর্তন এনেছেন দীপিকা ৷ ছবির শ্যুটিং শুরু হওয়ার সময় থেকে দীপিকার ফুড চার্ট ছিল ঠিক এইরকম ৷

ব্রেকফাস্ট: লো ফ্যাট মিল্ক, দুটো ডিমের সাদা অংশ বা ধোসা, ইডলি এবং উপমা ৷ দুপুরের খাবার: রুটি, সবজি, গ্রিলড ফিশ ৷ বিকেলের খাবার: কফি, বাদাম ও ড্রাই ফ্রুট ৷ রাতের খাবার : সবজি, রুটি, স্যালাড, ফল, নারকোলের জল বা ফলের রস, ডার্ক চকোলেট

First published: November 17, 2017, 4:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर