#মুম্বই: রণবীর-দীপিকার বিয়ে নিয়ে একের পর এক গুঞ্জন আসছে সামনে ৷ তবে সেই গুঞ্জন সত্যি না মিথ্যে, তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেন দীপিকা বা রণবীর কেউ-ই ৷ কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছু তো বটে !
এবারের গপ্পোটা হল, বলিউডের হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, বিয়ের দু’মাস আগে থেকেই নাকি রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা ! বান্দ্রায় একটি নতুন ফ্ল্যাটেই নাকি বিয়ের আগে বাঁধা সংসারে মত্ত রণবীর ও দীপিকা ৷ তবে এই নিয়ে আপাতত কিছুতেই মুখ খুলতে চাইছেন না রণবীর ও দীপিকা বা তার পরিবারের লোকজন !
শোনা যাচ্ছে, বান্দ্রার সেই ফ্ল্যাট থেকেই নাকি কাজকর্ম, শপিং, বিউটি পার্লারে যাতায়াত চালাচ্ছেন দীপিকা পাড়ুকোন ৷ এমনকী, রণবীরও নাকি সব কাজকর্ম ছেড়ে দিয়ে বান্দ্রার ফ্ল্যাটেই ঘাটি গেড়েছেন !