হোম /খবর /বিনোদন /
‘প্রতি মিনিটে আত্মহত্যা করছে কেউ একজন !’ নিজের লড়াইয়ের গল্প শোনালেন দীপিকা

‘হতাশার কারণে প্রতি মিনিটে আত্মহত্যা করছে কেউ একজন !’ নিজের লড়াইয়ের গল্প শোনালেন দীপিকা

বক্স অফিসে প্রশংসা কুড়োচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছপক’ ৷ ছবিতে দীপিকার অভিনয় দেখে সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বক্স অফিসে প্রশংসা কুড়োচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছপক’ ৷ ছবিতে দীপিকার অভিনয় দেখে সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ ৷ তবে সিনেমার পর্দায় শুধু লড়াই চরিত্রে নয়, বাস্তবেও দীপিকা যে কতটা লড়াকু মানসিকতার তা বার বার প্রমাণ দিয়েছেন ৷

এক সময়ে প্রবল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা ৷ মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি ৷ নিজেকে ঘরে বন্দি করে রাখতেন, কারও সঙ্গে কথা বলতেন না ৷ কেঁদেই যেতেন সারাদিন ৷ তবে দীপিকা এখন হতাশার দিন কাটিয়ে উঠেছেন ৷ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রেম করেছেন, বিয়ে করেছেন, রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার !

তবে এই বদলানো এতটা সহজ ছিল না দীপিকার কাছে ৷ মানসিক লড়াইটা ছিল খুবই কঠিন ৷ তবে দীপিকা পেরেছেন এ সব থেকে বেরিয়ে আসতে ৷ আর সেই কারণেই দাভোসে আন্তজার্তিক সম্মান পেলেন দীপিকা পাড়ুকোন ৷ হাতে ক্রিস্টালের পুরস্কার নিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করলেন দীপিকা ৷ মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিশেষ সম্মানে ভূষিত করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৷

দেখে নিন দোভাসে দীপিকা ডিপ্রেশন নিয়ে কী কী বললেন ---

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Deepika padukone, Mental Health, News