corona virus btn
corona virus btn
Loading

রণবীরকে কী নামে ডাকেন দীপিকা? ইন্টারনেটে ফাঁস হল তথ্য

রণবীরকে কী নামে ডাকেন দীপিকা? ইন্টারনেটে ফাঁস হল তথ্য

বলিউডের সেলেব দম্পতিদের মধ্যে যদি কেউ সর্বক্ষণ প্রেমে-হাবুডুব খেতে পারেন, তাহলে তাঁরা হলেন দীপিকা ও রণবীর ৷ দীপিকা ও রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখুন, সব সময়ই তাঁদের দেখতে পাবেন আদরে মাখামাখি করতে ৷

  • Share this:

#মুম্বই: বলিউডের সেলেব দম্পতিদের মধ্যে যদি কেউ সর্বক্ষণ প্রেমে-হাবুডুব খেতে পারেন, তাহলে তাঁরা হলেন দীপিকা ও রণবীর ৷ দীপিকা ও রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখুন, সব সময়ই তাঁদের দেখতে পাবেন আদরে মাখামাখি করতে ৷ এই যেমন কিছুদিন আগে দীপিকা শেয়ার করলেন রণবীরকে চুম্বনের এক ছবি ৷ তার কিছুদিন আগে আবার রণবীর শেয়ার করেছিলেন দীপিকার সঙ্গে জিমের ভিডিও ৷

তবে এবার দীপিকা শেয়ার করে বসলেন পরিবারের সঙ্গে দীপিকা ও রণবীরের গ্রুপ চ্যাটের ছবি ৷ আর সেই ছবিতে সামনে এল দীপিকা ঠিক কী নামে ডাকেন রণবীরকে !

গপ্পোটা হল, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দীপিকা শেয়ার করেন একটি ছবি ৷ যা কিনা তাঁদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের ৷ সেই ছবিতেই দেখা গিয়েছে, দীপিকা রণবীরের ফোন নম্বর সেভ করেছেন হ্যান্ডসাম নামে ৷

এটা দেখার পর থেকেই দীপিকা-রণবীরের ফ্যানেরা উচ্ছ্বসিত ৷ তাঁরা রীতিমতো এই চ্যাটের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু করেছেন ৷ অনেকে তো বলছেন, দীপিকা-রণবীরের এই মিষ্টি প্রেম অটুট থাকুক !

দেখুন সেই ছবি----

Published by: Akash Misra
First published: May 31, 2020, 11:21 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर