#মুম্বই: আগে লোকে বলত, দেওয়ালের কান রয়েছে ৷ কিন্তু আজ যা অবস্থা, তাতে তো দেখা যাচ্ছে দেওয়ালের শুধু কান নয়, চোখ ও গলাও রয়েছে ৷ আর তাই তো গোপন থাকার ইচ্ছে হলেও, গোপন থাকা তো আর যাচ্ছে না ৷ ঠিক এরকমটিই ঘটল, রণবীর সিং ও দীপিকা পাড়কোনের সঙ্গে ৷ ভেবেছিলেন কাকপক্ষী টের পাবে না ৷ লোক-চক্ষুর আড়ালে দু’জনে মিলে ঘুরে বেড়াবেন, কিন্তু সেই প্ল্যানে একেবারে যেন জল ঢেলে দিল এক ফ্যান ৷ বিদেশের একটি বিনোদন পার্কে দীপিকা-রণবীরকে দেখে তুলে ফেললেন ভিডিও ৷ ঝটপট শেয়ারও হল সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ৷
তা কী ছিল সেই ভিডিওতে ?
ভিডিওতে দেখা গিয়েছে, ট্র্যাকপ্যান্ট ও সাদা টিশার্ট পরে রণবীরের হাতে হাত দিয়ে ঘুরছেন দীপিকা ৷ রণবীর পরে ছিলেন হালকা হলুদ টিশার্ট ও হাফপ্যান্ট ৷ দু’জনেই নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন ৷
ফ্যানগা৪ল কিন্তু সুযোগ পেয়ে ছবিও তুলেছেন রণবীর ও দীপিকার সঙ্গে ৷ এই ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷