corona virus btn
corona virus btn
Loading

রণবীর কেন এলেন না বিয়েতে ? জানালেন দীপিকা নিজেই

রণবীর কেন এলেন না বিয়েতে ? জানালেন দীপিকা নিজেই
photo: instagram
  • Share this:

#মুম্বই: ইতালির লেক কোমোতে ঘটা করে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ তারপর বেঙ্গালুরুতে রিসেপশন, মুম্বইতে রিসেপশন ৷ দীপিকার রিসেপশনে হাজির ছিলেন প্রায় গোটা বলিউড ৷ বাদ পড়েননি শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খানেরা ৷ এসেছিলেন ক্যাটরিনা কাইফ থেকে অনুষ্কা শর্মাও ৷ কিন্তু সবার প্রশ্ন হল কেন দীপিকার রিসেপশনে দেখা গেল না রণবীর কাপুরকে ৷ কেনই বা এলেন না আলিয়া ভাট !

এই প্রশ্নের উত্তরে আলিয়া ও রণবীর জানিয়ে ছিলেন, সিনেমার শ্যুটিংয়ের জন্য ব্যস্ত থাকার কারণেই নাকি দীপিকার রিসেপশনে দেখা মেলেনি রণবীর ও আলিয়ার ! তবে দীপিকা বললেন রণবীর না আসার অন্য কারণের কথা ৷

সম্প্রতি এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা জানিয়েছেন, ‘বিয়ের আগে আমার আর রণবীরের মধ্যে কথা হয়েছিল ৷ তবে রিসেপশনের আগে আর হয়নি ৷ আমি জানতাম রণবীর আসবে না ৷ ও এরকমই ৷ তবে রণবীরের যে কোনও সিদ্ধান্তকে আমি সম্মান করি ৷ আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাকে সম্মান করি ! ’

First published: December 18, 2018, 2:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर