corona virus btn
corona virus btn
Loading

হাতে ওয়াইনের গ্লাস, দেখুন কী কাণ্ড করলেন দীপিকা !

হাতে ওয়াইনের গ্লাস, দেখুন কী কাণ্ড করলেন দীপিকা !
  • Share this:

#মুম্বই: সবে হানিমুন সেরে মুম্বই ফিরেছেন দীপিকা ও রণবীর ৷ অন্যদিকে, বক্স অফিসে ঝড় তুলেছে রণবীরের নতুন ছবি ‘সিম্বা’ ! সব মিলিয়ে বিয়ের পর বেশ ভালই আছেন রণবীর ও দীপিকা ৷ আর তাই তো রোজই পার্টি ৷

তবে সম্প্রতি বহু লোকের সমাগম নয়, বরং মুম্বইয়ের এক ফাইভ স্টার হোটেলে অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলল দীপিকা ও রণবীরের ৷ ডিনার টেবিলে অল্প স্বল্প মজাও করছিলেন দীপিকা ও রণবীর ৷ আর পুরোটাই ছিল, সিম্বা ছবিতে রণবীরের অনুকরণ ৷ আর তা দেখে হেসেই লুটোপুটি রণবীর সিং !

দেখুন সেই ভিডিও---

পুরো খবর পড়ুন
अगली ख़बर