corona virus btn
corona virus btn
Loading

তিনি এদেশেরই নাগরিক, ভোট দিয়ে স্পষ্ট করলেন বলি-সুন্দরী

তিনি এদেশেরই নাগরিক, ভোট দিয়ে স্পষ্ট করলেন বলি-সুন্দরী
  • Share this:

#মুম্বই: বলিউডের প্রথম সারির নায়িকা৷ তবে বলিউডে কাজ করলেও, এ দেশে থাকলেও, তিনি নাকি ভারতের নাগরিক নন৷ এমনই জল্পনা ছিল দীপিক পাড়ুকোনের বিষয়ে৷ তাঁর জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে৷ তিনি সেদেশের নাগরিক এবং সেদেশের পাসপোর্ট অধিকারী৷ এমনই খবর জানত সকলে৷ তবে সে খবর যে ভুয়ো, সোমবার ভোটাধীকার প্রয়োগ করে সে কথাই জানিয়ে দিলেন বলি সুন্দরী৷ আঙুলে ভোটচিহ্ন, ছবি পোস্ট করলেন দীপিকা৷ লিখলেন অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা রয়েছে৷ সেই ধারণা কাটিয়ে ফেলুন৷ তিনি যে ভারতেরই নাগরিক এভাবে সেটা স্পষ্ট করলেন তিনি৷

আরও পড়ুন সাদা কুর্তা-কালো চশমা, ভোট দিতে এসেও সমান স্টাইলে রেখা! দেখুন একঝলক...

সপ্তাহের শুরুর দিন ভোট৷ তবে তাতে সামিল অনেক বলি তারকারাই৷ সকলেই নিজ নিজ কেন্দ্রে এলেন ভোট দিতে৷ লাইনে দাঁড়িয়ে দিলেন ভোট৷ এবং ছবি তুলে তার প্রচারও করলেন৷ সাধারণ নাগরিকদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে এমন প্রচার তারকাদের৷

First published: April 29, 2019, 8:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर