#মুম্বই: শিরোনাম পড়ে একেবারেই দুশ্চিন্তা করবেন না ৷ দীপিকা পাড়ুকোন মোটেই করোনা ভাইরাস আক্রান্ত নয় ৷ ভগবানের কৃপায় সেদিক থেকে সুস্থই আছেন দীপিকা ও রণবীর সিং ৷ তবে দীপিকার অসুস্থতটা একেবারেই অন্য কারণে ৷
কাণ্ডটা হল, করোনার জেরে এখন গোটা দেশে লকডাউন৷ ঘরবন্দি দশা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবার ৷ আর এই লকডাউন অবস্থায় ঘরের সমস্ত কাজ সামলাচ্ছেন দীপিকা ও রণবীর নিজেই ৷ সেই ঘরের কাজ করতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন দীপিকা পাড়ুকোন ৷
এই ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি ঘর মুছতে গিয়ে কোমরে চোট লাগে দীপিকার ৷ আর সেই চোটেই রীতিমতো বেকাবু তিনি ৷ চোটের কথা জানতে পেরেই রণবীর সিং দীপিকাকে বেড রেস্ট করতে বলেন এবং দীপিকার কোমর ব্যথার দিকে নজর দিয়ে বাড়ির সমস্ত কাজ নিজের কাঁধেও নাকি নিয়ে নেন রণবীর ৷ সুযোগ করে নাকি দীপিকাকে হালকা বডি ম্যাসাজও দিচ্ছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone