corona virus btn
corona virus btn
Loading

১২ ঘণ্টায় ১২ লক্ষ ভিউ, জীবনের প্রথম টিকটক ভিডিওতে ভাইরাল দীপিকা পাড়ুকোন

১২ ঘণ্টায় ১২ লক্ষ ভিউ, জীবনের প্রথম টিকটক ভিডিওতে ভাইরাল দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন ৷ ফাইল ছবি ৷

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই ভিউ

  • Share this:

#মুম্বই: দীপিকা পাড়ুকোন তাঁর জন্মদিনের একদিন আগে টিকটকে ডেবিউ করলেন ৷ প্রশংসায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মাত্র ১২ ঘণ্টায় ১২ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির ৷ এখন দীপিকা তাঁর আসন্ন ছপাকের প্রমোশনে ব্যস্ত রয়েছেন ৷ গত ৪ জানুয়ারি শর্ট মোবাইল ভিডিও প্ল্যাটফর্মে জয়েন করেছো ৷ এই ছবির প্রথম ৬টি ভিডিও ৫.৪ কোটি ভিউ হয়েছে ৷ তিনটি ভিডিওর প্রতিটির ১.২ কোটি ভিউ হয়েছে ৷

দীপিকা পাড়ুকোনের একটি ডান্স ভিডিও দুন্তক গতিতে বাইরাল হয়েছে ৷ ছপাক ছবির যার জীবনের উপরে নির্ভর করে হয়েছে ৷ সেই লক্ষ্মী আগরওয়ালকে ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ৷ দীপিকা একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রতিটি মানুষ মনে করেন তিনি সান্ত স্বভাবের ৷ তাঁর শান্ত স্বভাবের মাঝে পাগল ও মজাদার একটি মানুষ বা সত্তা লুকিয়ে রয়েছে ৷

টিকটকের মাধ্যমে বহু মানুষ সোশ্যাল মিডিয়া কাঁপাতে থাকেন ৷ দীপিকার ছবি ছপাক ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ৷ এই ছবির টাইটেল সংটি ৩ জানুয়ারি ২০২০ মুক্তি পেয়েছে ৷ গুলজারের কথায় অরিজিৎ সিং-এর সুরেলা কন্ঠে এক নতুন আবেশ সৃষ্টি করেছে ৷ এই গান তুমুল প্রশংসা করেছে ৷

Published by: Arjun Neogi
First published: January 6, 2020, 1:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर