হোম /খবর /বিনোদন /
মানুষের নজর বদলাতে অ্যাসিড পোড়া মুখেই রাস্তায় নামলেন দীপিকা

মানুষের নজর বদলাতে অ্যাসিড পোড়া মুখেই রাস্তায় নামলেন দীপিকা

শুধুই ছবির প্রোমোশন নয়, সমাজের নজর বদলাতে এবার পথে নামলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ! ‘

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: শুধুই ছবির প্রোমোশন নয়, সমাজের নজর বদলাতে এবার পথে নামলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ! ‘ছপ্পক’-এর সাজে দীপিকা ঘুরলেন মুম্বইয়ের রাস্তায়, শপিং মলে, দোকানে দোকানে ! উদ্দেশ্য ছিল, অ্যাসিড পোড়া মুখ দেখে সাধারণ মানুষ ঠিক কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটা জানাই ৷ আর সে ব্যাপারে ১০০ শতাংশ পাসও করলেন দীপিকা ৷

মেকআপ ভ্যান থেকে বের হলেন দীপিকা ৷ মুখে অ্যাসিড পোড়া মেকআপ ৷ আর সঙ্গে বাস্তবের অ্যাসিড আক্রান্ত মানুষেরা ৷ দীপিকা নামলেন পথে ৷ সোজা ঢুকে গেলেন শপিং মলে, মোবাইল দোকানে ৷ দীপিকার ওরকম রূপ দেখে চিনেত পারেননি কেউ ! তবে অ্যাসিড পোড়া মুখ দেখে কেউ কেউ কাছেই ঘেঁষলেন না ৷ কেউ কেউ আবার বাঁকা চোখে তাকালেন !

ভিডিও-র শেষে দীপিকা বলে উঠলেন, ‘নজর বদলানো খুব জরুরি ! সমাজ এতেই বদলাবে !’

দেখুন সেই ভিডিও---

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Chhapak Trailer, Deepika padukone