#মুম্বই: সুশান্ত সিং রাজপুত হত্যার তদন্ত করতে গিয়ে, হঠাৎই সামনে এসে পড়ল বলিউডের সঙ্গে মাদক যোগের কাণ্ড ৷ বেআইনি মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার জন্যই আপাতত, জেল হেফাজতে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ তবে রিয়া গ্রেফতার হওয়ার পরেই রীতিমতো বিস্ফোরণ ঘটল বলিউডে ৷ সামনে এল বলিউডের এ স্টার সেলিব্রিটিদের নাম ৷ মাদকযোগে এনসিবি-র সন্দেহের তালিকায় চলে এলেন দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের নাম ৷
এনসিবির তালিকায় দীপিকার নাম আসতেই বলিউড যেন নড়ে চড়ে বসল ৷ এমনকী, খবর রয়েছে শুধু দীপিকা, সারা, শ্রদ্ধা নন, তালিকায় নাম রয়েছে আরও বহু বড় মাপের স্টারদের ৷
একটি ইংরেজি সংবাদমাধ্যমে আসা খবর অনুযায়ী, দীপিকার নাম মাদক যোগে আসার পরে দীপিকা প্রথমেই জানিয়েছেন, ম্যানেজার করিশ্মা এবং ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা-ই আমাকে ফাঁসিয়েছে ৷ তাঁরাই এই চ্যাট প্রকাশ্যে এনেছেন ৷