corona virus btn
corona virus btn
Loading

এবার ঋষি কাপুরের সঙ্গে প্রেম করবেন দীপিকা, ট্যুইটে নিজেই জানালেন নায়িকা

এবার ঋষি কাপুরের সঙ্গে প্রেম করবেন দীপিকা, ট্যুইটে নিজেই জানালেন নায়িকা

বক্স অফিসে সেভাবে কামাল করতে পারেনি দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপক’ ৷

  • Share this:

#মুম্বই: বক্স অফিসে সেভাবে কামাল করতে পারেনি দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপক’ ৷ তবে সমালোচকরা দীপিকার অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন ৷ প্রথম প্রযোজক হিসেবে ‘ছপক’ ছবি নিয়ে বেশ বড়সড় বাজিও ধরেছিলেন দীপিকা ৷ তবে ‘ছপক’-এর ব্যবসায়ীক সাফল্য নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না যে তিনি, তা স্পষ্ট হল নতুন ছবির ঘোষণাতেই ৷

ট্যুইটারে দীপিকা পাড়ুকোন জানিয়ে দিলেন, তিনি ফের তৈরি নতুন ছবি নিয়ে ৷ আর এবার তাঁর বয়সী কোনও নায়ক নয়, বরং তাঁর থেকে বয়সে অনেক বড় এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ সেই অভিনেতা আর কেউ নন, দীপিকার প্রাক্তণ প্রেমিক রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর !

দীপিকা ট্যুইটে জানিয়েছেন, ‘দারুণ উৎসাহিত ৷ প্রযোজক ও অভিনেত্রী হিসেবে আবার নতুন এক ছবি তৈরি করতে চলেছি ৷ ছবিতে আমার সঙ্গে রয়েছেন ঋষি কাপুর ৷ ছবিটি হলিউডের জনপ্রিয় ছবি দ্য ইটার্নের রিমেক ৷ ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে ৷ ’

Published by: Akash Misra
First published: January 27, 2020, 8:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर