#মুম্বই: বলিউডে এখন উড়ছে এরকমই এক গুঞ্জন ৷ পরিচালক নীতিশ তিওয়ারি নাকি তৈরি করতে চলেছেন রামায়ণ ৷ শোনা যাচ্ছে এই রামায়ণ তৈরির বাজেট ৫০০ কোটি টাকা ! তবে গপ্পোটা শুধুই ৫০০ কোটির রামায়ণ নিয়ে নয়, এই খবরের আসল ট্যুইস্ট-ই হল এই ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনেতা নির্বাচন ৷
শোনা যাচ্ছে, নীতিশের এই রামায়ণে নাকি রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন হৃতিক রোশন আর অন্যদিকে সীতা হচ্ছেন নাকি দীপিকা !
তবে এই গুঞ্জন নিয়ে মুখ খুলতে গিয়ে নীতিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইচ্ছে রয়েছে রামায়ণের অ্যাডাপটেশন করার ৷ কিন্তু এখনও তেমন কোনও প্ল্যান নেই ৷ এ খবর একেবারে গুজব !’
এমনকী, রামায়ণে অভিনয় করা নিয়ে কোনওরকম মন্তব্য করেননি হৃতিক ও দীপিকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone, Hindi Movie, Hrithik Roshan, Ramayana