Dear Zindagi: আলিয়াকে বোকা বানালেন শাহরুখ !

Dear Zindagi: আলিয়াকে বোকা বানালেন শাহরুখ !
A still from the teaser of Dear Zindagi via YoTube.

এ যেন একটু একটু করে উত্তেজনাকে বাড়িয়ে তোলা ৷ আর সেরকমটিই করছেন পরিচালক গৌরি সিন্ডে ৷ দু’দিন আগেই নতুন ছবি

  • Share this:

#মুম্বই: এ যেন একটু একটু করে উত্তেজনাকে বাড়িয়ে তোলা ৷ আর সেরকমটিই করছেন পরিচালক গৌরি সিন্ডে ৷ দু’দিন আগেই নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’-র একটি টিজার প্রকাশ্যে এনেছিলেন, গৌরি ৷ যেখানে শাহরুখ ও আলিয়া ভাটের একেবারে অন্যরকম রয়ায়ন দেখেছিল দর্শক ৷ সে রসায়নকেই ক্যাশ করে, ফের প্রকাশ্যে এল ডিয়ার জিন্দেগি-র নতুন টিজার !

গৌরি সিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে অসম বয়ষ্ক প্রেমকেই পরিচালক শাহরুখ ও আলিয়ার মধ্যে দিয়ে বোঝাতে ফুটিয়ে তুলতে চেয়েছেন ৷ তবে পুরো ব্যাপারটাকেই গম্ভীরভাবে না দেখে, বরং হালকা মেজাজেই নিয়ে আসতে চলেছেন পরিচালক ৷ ঠিক যেমনটি, এই ছবির নতুন টিজার ৷

নতুন এই টিজারে দেখা গিয়েছে, শাহরুখ ও আলিয়া ভাটের মধ্যে এক কথোপকথন ৷ যেখানে শাহরুখ, আলিয়াকে অনুরোধ করেছেন ভালো জোক বলার ৷ আর নানা অঙ্গভঙ্গিতে আলিয়াকে বোকাও বানিয়েছেন শাহরুখ ৷

টিজারেই স্পষ্ট এই ছবি হতে চলেছে একেবারে অন্যরকম ৷ শাহরুখ ও আলিয়াকে তুরুপের তাস বানিয়ে গৌরির দ্বিতীয় ছবি বলিউড বক্স অফিসে যে তুফান তুলবে, তার আঁচ রয়েছে এই টিজার গুলোতেই ৷

এতদিন ছিল কথায়, গুঞ্জনে ৷ এমনকী, খোদ পরিচালক গৌরি সিন্ডে প্রকাশ্যে নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’ নিয়ে কোনও কথাই বলতে চান না ? তবুও বলিউড গুঞ্জন থেকে কী আর বাদ পড়ে আলিয়া-শাহরুখের ডিয়ার জিন্দেগি !

শোনা গিয়েছিল, এই ছবিতে অসম বয়সের প্রেমকেই তুলে ধরতে চলেছেন পরিচালক গৌরি সিন্ডে ৷ আর সেই কারণেই জুটি বেঁধেছেন শাহরুখ ও আলিয়া ৷

প্রকাশ্যে এসে ছবির ফার্স্টলুক ৷ প্রথম পোস্টারে দেখা গিয়েছে, শাহরুখ ও আলিয়া সাইকেল ভ্রমণে বেরিয়েছেন ৷ তবে এই পোস্টার থেকে গল্পের আন্দাজ পাওয়া খুব কঠিন ৷ তবে জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর !

শ্রীদেবীকে নিয়ে পরিচালক গৌরি সিন্ডের ‘ইংলিশ ভিংলিশ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ৷ তারপর থেকেই গৌরি সিন্ডে পরবর্তী ছবি নিয়ে মানুষের কৌতুহল ছিল একটু বেশিই ৷ তার ওপর ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট ! সব মিলিয়ে উত্তেজনাটা যে বেশি হবে তাতে আর নতুন কি? হলও তাই ৷ দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল গৌরি সিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র ফার্স্ট লুক ৷ ছবিটি নিজেই ট্যুইটারে শেয়ার করলেন আলিয়া ভাট ৷

তবে শোনা গিয়েছে এই ছবিতে নাকি কেমিও চরিত্রে রয়েছেন শাহরুখ ৷ ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন আরও দু’জন নায়ক ৷ ছবির গল্প অসম বয়সের প্রেম নিয়েই তৈরি হয়েছে ৷ শোনা গিয়েছে ছবিতে আলিয়া এক সিনে পরিচালকের চরিত্রে অভিনয় করবেন ৷

First published: 06:24:35 PM Oct 24, 2016
পুরো খবর পড়ুন
अगली ख़बर