Home /News /entertainment /

৫০-এ অজয় দেবগণ, প্রেমে পড়লেন ২৬ বছর বয়সী নায়িকার! জন্মদিনে শেয়ার করলেন প্রেমের ভিডিও

৫০-এ অজয় দেবগণ, প্রেমে পড়লেন ২৬ বছর বয়সী নায়িকার! জন্মদিনে শেয়ার করলেন প্রেমের ভিডিও

 • Share this:

  #মুম্বই: প্রেমের কোনও বয়স হয় নাকি ! তাই তো দিব্য ৫০-এর হয়েও ২৫ -এর প্রেমে পড়ে গেলেন অজয় দেবগণ ! আর তারপর যা ঘটল তা একেবারে দেখার মতো ৷

  গপ্পোটা আসলে পুরোটাই ফিল্মি ৷ নিজের ৫০-এর জন্মদিনে নতুন ছবি ‘দে দে প্যার দে’র ট্রেলার প্রকাশ্যে আনলেন অজয় দেবগণ৷ ছবিতে উঠে এল মধ্যবয়স্ক পুরুষের সঙ্গে একটি যৌবনে উচ্ছ্বল মেয়ের প্রেমকাহিনি ৷ তবে গল্পে রয়েছে, প্রচুর ট্যুইস্ট ৷

  এই ছবিতে অজয়ের সঙ্গে দেখা যাবে টাব্বু ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ৷ এই দুই নায়িকার চক্করে পরে কুপোকাত হবেন অজয় ৷ ছবিটি একেবারেই কমেডি ছবি ৷ ছবির পরিচালক লাভ রঞ্জন ৷

  দেখুন ছবির জমজমাট ট্রেলার-----

  First published:

  Tags: Ajay Devgn, Bollywood, De De Pyaar De trailer

  পরবর্তী খবর