#মুম্বই: কী অবস্থা দেখুন ৷ এতদিন শুনেছিলেন টরেন্ট ৷ এবার ফেসবুকে ঘটল এই কাজ ! আমির খানের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘দঙ্গল’ ফাঁস হয়ে গেল ফেসবুকে ৷
শুক্রবার মুক্তি পেয়েছে আমির খান অভিনীত, এই বছরের সবচেয়ে চর্চিত ছবি দঙ্গল ৷ মহাবীর সিং ফোগতের জীবনী নিয়ে তৈরি হয়েছে আমির খানের এই ছবি ৷ ছবিটি ইতিমধ্যেই ৩০ কোটি টাকার মতো ব্যবসা করে ফেলেছে ৷
তবে এরই মাঝে ইন্টারনেটে, ফেসবুকের মধ্যে দিয়ে ফাঁস হয়ে গেল আমিরের দঙ্গল ! ঘটনাটি ঘটেছে ২৩ তারিখ ৷ জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যের হাসমি শাহ নামে এক ব্যক্তির প্রোফাইল থেকেই গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে দঙ্গল ! তবে ইতিমধ্যেই প্রোফাইলটি ডিলিট করা হয়েছে ৷ কিন্তু এরই মধ্যেই ৮ লক্ষ ৩৩ হাজার বার দেখা হয়ে গিয়েছে আমিরের দঙ্গল ৷ ভিডিওটি ফেসবুকের মধ্যে দিয়ে শেয়ার হয়েছে ৫০টি !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Bollywood, Dangal, Facebook, Online