#মুম্বই: ভারতীয় ডান্স রিয়ালিটি শো যারা ফলো করেন তাঁদের কাছে খুবই পরিচিত নাম শক্তি মোহন ও মুক্তি মোহন। প্রথমে রিয়ালিটি শো দিয়ে তাঁদের কেরিয়ার শুরু করলেও পরে দুজনেই টেলিভিশনে বহু শো করেছেন। শুধু টেলিভশনে ডান্স শোতে কাজ নয় বড় ব্যানার এর ছবিতেও কোরিওগ্রাফি করেছেন শক্তি। অন্যদিকে ডান্স রিয়ালিটি শো থেকে পরিচিত হলেও বলিউড ছবিতে ও টেলিভিশনের পর্দাতেও দেখা গিয়েছে মুক্তি মোহনকে।
গোটা লকডাউনে দুই বোন অসাধারণ কিছু নাচের ভিডিও নিয়ে এসেছিলেন তাদের ইউটিউব চ্যানেলে এবং ইনস্টাগ্রামে। এই নাচের মাধ্যমে অসাধারণ ফিটনেস ফান্ডাও পাওয়া যায় এই দুই বোনের থেকে। এবারে একেবারে অন্য রুপে অন্য আঙ্গিকে ধরা দিলেন শক্তি এবং মুক্তি। ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নাচের ভিডিও আপলোড করেন দুই বোন যা রীতিমতন ভাইরাল। লাল পেরে শাড়ি, চোখে চন্দন । নানা মুদ্রার মাধ্যমে নিজের বাড়ির ছাদেই দারুন ভিডিও শ্যুট করে ফেললেন দুই বোন। ভিডিওর সঙ্গে জুড়ে দিলেন বিহাইন্ড দ্য সিনও। দেখলে ভাল লাগবে আপনারও ৷ রইল সেই নাচের ভিডিও।