#কলকাতা: পুজোর সময়টা সকলেই বেছে নেন নতুন গান রিলিজের জন্য। এই বছর পরিস্থিতি আলাদা হলেও বাড়িতে বসেই নতুন গান তৈরি করেছেন শিল্পীরা।সংগীতকার ডাবু মালিকও পুজোর সময়টাকেই বেছে নিয়েছেন প্রথম বাংলা গানের জন্য। নিজের ইউটিউব চ্যানেলে একজন স্বতন্ত্র সুরকার হিসেবে তার প্রথম বাংলা গান "না বলা কথা" প্রকাশ করলেন তিনি। এই গানটি গেয়েছেন সৃজিত। গানটি লিখেছেন লিপি। কলকাতা শহরকে ব্যাকড্রপে রেখেই তৈরি গানের ভিডিও।আধুনিক বাংলা গানের জগতে তাঁর এই আত্মপ্রকাশ নিয়ে ডাবু মালিক বললেন, "আমি সব সময় মেলোডি নির্ভর সংগীত পছন্দ করি।এটাও জানি বাঙালি শ্রোতারা ভালো গানের প্রশংসা করেন। বাংলা গানের ঐতিহ্য রয়েছে এবং বাংলাতে একটি গান তৈরির স্বপ্ন আমার অনেক দিনের।কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। তবু আমি করে দেখিয়েছি। আধুনিক বাংলা গানের জগতে আমার তাই আসা।"