#মুম্বই: করোনা ভাইরাস এখনও পর্যন্ত এই সহস্রাব্দের এক বড়সড় যুদ্ধ করোনা যুদ্ধ ৷ করোনা ভাইরাসের দাপটে সারা পৃথিবীতে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণে শহর থেকে গ্রাম উজায় হয়ে গিয়েছে ৷ করোনায় সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায়, সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত ইতালিতে ৷ সারা বিশ্বে করোনায় দাপটে অনেক শিক্ষাই পেয়েছেন সাধারণ মানুষ ৷
T 3494 - Corona has taught us that working from home works .. Corona ने हमें सिखा दिया है की , घर से काम करने में काम हो सकता है !
— Amitabh Bachchan (@SrBachchan) April 7, 2020
জীবনের বড় বড় শিক্ষাই প্রতিটি মুহূর্তেই অভিজ্ঞ করে তুলেছে সাধারণ মানুষকে ৷ এতই ছোঁয়াছে জীবাণু যে বিশ্ব-সহ ভারতকেও লকডাউন রাখতে হয়েছে ৷ বর্তমানে ভারতে ২১ দিনের লকডাউন চলছে ৷ বাড়িতে থাকাটাই একমাত্র ওষুধ ৷ বাড়িতে থাকলেই ভাল থাকবে গোটা দেশ ৷ বহু সংস্থার কর্মীরা বাড়িতে থেকেই কাজ করছেন দফতরের ৷
এই বিষয়েই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এক ট্যুইটে লিখেছেন করোনা প্রত্যেককে এক বড় শিক্ষা দিয়েছে ৷ সেই শিক্ষা হল বাড়ি থেকেও কাজ করা যেতে পারে ৷ করোনা যুদ্ধে জয় পেতে এটাও এক বড় মন্ত্র, শেখার মত বিষয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Coronavirus, COVID-19