corona virus btn
corona virus btn
Loading

ট্যুইটারে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে বিপাকে জাভেদ আখতার !

ট্যুইটারে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে বিপাকে জাভেদ আখতার !

নেটিজেনদের সমালোচনার মুখে এবার পড়লেন বলিউডের জনপ্রিয় লেখক ও গীতিকার জাভেদ আখতার৷

  • Share this:

#মুম্বই: নেটিজেনদের সমালোচনার মুখে এবার পড়লেন বলিউডের জনপ্রিয় লেখক ও গীতিকার জাভেদ আখতার৷ ট্যুইটারে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেই বিপাকে পড়লেন তিনি ৷

দেশবাসীকে ট্যুইটারে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জাভেদ লিখলেন, ‘গোটা দেশবাসীকে মন থেকে দিওয়ালি মুবারক’ ৷ আর এই ‘মুবারক’ শব্দ ব্যবহারেই সমালোচনার ঝড় বইল সোশ্যাল নেটওয়ার্কে ৷ নেটিজেনরা সরাসরি জাভেদ ট্যুইট করে লিখলেন, মুবারক শব্দ দিওয়ালির সঙ্গে যায় না ! কেউ কেউ লিখলেন, মুবারক শব্দ ব্যবহার করবেন না ৷ এটা ইদ নয়, দিওয়ালি !

jj

First published: October 19, 2017, 5:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर