• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কাটাপ্পা কীভাবে মারল বাহুবলিকে? ফাঁস হল তথ্য

কাটাপ্পা কীভাবে মারল বাহুবলিকে? ফাঁস হল তথ্য

বাহুবলি ২ মুক্তি পেতে এখনও বাকি দু’সপ্তাহ ৷ কিন্তু এখন থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷

বাহুবলি ২ মুক্তি পেতে এখনও বাকি দু’সপ্তাহ ৷ কিন্তু এখন থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷

বাহুবলি ২ মুক্তি পেতে এখনও বাকি দু’সপ্তাহ ৷ কিন্তু এখন থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷

 • Share this:

  #মুম্বই: বাহুবলি ২ মুক্তি পেতে এখনও বাকি দু’সপ্তাহ ৷ কিন্তু এখন থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ এমনকী, অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে গিয়েছে ৷ এরই মধ্যে বাহুবলি ছবির আর্ট ডিরেক্টর ফাঁস করে বসলেন গোপন তথ্য ৷ যে প্রশ্নেরপ উত্তর নিয়েই বাহুবলি ২-এর উত্তেজনা শুরু, সেই উত্তরই যেন বলে ফেললেন আর্ট ডিরেক্টর বিশ্বনাথ সুন্দরম ৷

  বিশ্বনাথ সুন্দরম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বাহুবলি-র শেষ দৃশ্য নিয়ে প্রচুর ভাবনা চিন্তা হয়েছিল ৷ ঠিক কীভাবে কাটাপ্পা মারবে বাহুবলিকে সে দৃশ্য নিয়ে বেশ চিন্তিত ছিলেন পরিচালক রাজা মৌলি ৷ ঠিক এই সময়ই আমি একটা দৃশ্য এঁকে মৌলিকে দেখাই ৷ তবে প্রথমে সেটাকে বাতিল করে দেন রাজা মৌলি ৷ ’

  বিশ্বনাথের কথায়, ‘পরিচালক রাজা মৌলি এমনভাবে দৃশ্য শ্যুট করতে চাইছিলেন, যাতে রহস্য ঘিরে থাকে গোটা দৃশ্যে ৷ অবশ্য হালকা অন্ধকার ও আলোয় ঘেরা দৃশ্যায়ণ শেষমেশ পছন্দ হয় রাজার ৷ আর সেই দৃশ্যটিই হয়ে যায় এই ছবির আসল গল্পের মোড় ৷’

  বিশ্বনাথ জানান, তবে শেষ দৃশ্য নিয়ে ভাবনা চিন্তা হলেও, ভাল্লাল দেবের মূর্তি স্থাপন দৃশ্যটি ছিল সবচেয়ে কঠিন !

  First published: